SQL Select Distinct Statement . SQL SELECT DISTINCT Statement

নাম-শারিফুল ইসলাম
Job category-Php Coder

বিষয়- SQL Select Distinct Statement
Distinct statement ব্যবহার করা হয় একই রকম duplicate ডাটা থেকে মাত্র ভিন্ন ভিন্ন ডাটাগুলো খুজে বের করার জন্য।
এই জন্য আমরা একটি user নামে ডাটাবেস তৈরি করি। তাতে ৪ টি ফিএলদ তৈরি করি name, email , pass, city. এবং এর মাঝে ৪-৫ টি ডাটা ইন্সেরত করি।
Name city email
Bappi Dhaka bappi@yahoo.com
Nipa Dhaka nipa@yahoo.com
Kabir shylet kabir@yahoo.com
এই ভাবে করে কিছু ডাটা অ্যাড করি এবং সেভ বাটন এ ক্লিক করি।SQL query window ওপেন করে আমরা এই কোড টুকু রুন করলে আমরা একটা ফলাফল দেখতে পারব।
SQL QUERY
SELECT DISTINCT `city` FROM user
তাহলে আমরা কোড টুকু রান করার পর শুধু city এর ঘরে একটি ঢাকা ডাটা দেখতে পাব।

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-select-distinct-statement-sql-select-distinct-statement/

Leave a Reply