এইচটিএমএল এট্রিবিউট (HTML Attributes)

HTML Attributes এইচটিএমএল এট্রিবিউট

নয়ন চন্দ্র দত্ত

 

এট্রিবিউট হচ্ছে ট্যাগ এর বৈশিষ্ট বা মান। এট্রিবিউট এইচটিএমএল উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।

এইচটিএমএল এট্রিবিউট

• এইচটিএমএল এলিমেন্টে বা উপাদানের এট্রিবিউট বা বৈশিষ্ট্যাবলী থাকতে পারে।

• এট্রিবিউট একটি উপাদান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।

• এট্রিবিউট সবসময় শুরু ট্যাগ এ উল্লেখ করা হয়।

• এট্রিবিউট নাম/মান জোড়ায় জোড়ায় আসে। যেমনঃ name="value"

lang এট্রিবিউট

ডকুমেন্টের ল্যাংগুয়েজ <html> ট্যাগে declare করা যেতে পারে। ল্যাংগুয়েজ lang এট্রিবিউটে declare করা হয়।

একটি ল্যাংগুয়েজ declare করা বিশেষ ব্যবহারকারীদের জন্য ( accessibility) তৈরি অ্যাপ্লিকেশন( স্ক্রিন রিডার ) এবং সার্চ ইঞ্জিন এর জন্য খুব গুরুত্বপূর্ণ।

উদাহরণঃ


<!DOCTYPE html>
<html lang="en-US">
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>


 

প্রথম দুটি অক্ষর ভাষা নির্ধারণ করে (en) । যদি উপভাষা থাকে, তবে আরো দুটি অক্ষর (US) ব্যবহার করুন।

Title Attribute শিরোনাম অ্যাট্রিবিউট

এইচটিএমএল অনুচ্ছেদ <p> ট্যাগ দিয়ে নির্দেশিত হয়। এই উদাহরণে, <p> এলিমেন্ট এর একটি টাইটেল অ্যাট্রিবিউট আছে। টাইটেল অ্যাট্রিবিউটের মান হচ্ছে "About bangla learning school" ।

উদাহরণঃ


<p title="About bangla learning school">
salearningschoolis a web developer's site.
It provides tutorials and references covering
many aspects of web programming,
including HTML, CSS, JavaScript, XML, SQL, PHP, ASP, etc.
</p>


 

 

ফলাফল


salearningschool is a web developer's site.
It provides tutorials and references covering
many aspects of web programming,
including HTML, CSS, JavaScript, XML, SQL, PHP, ASP, etc.


[আপনি যখন element এর উপর দিয়ে মাউসকে move করাবেন তখন টাইটেল একটি tooltip হিসাবে প্রদর্শন করবে। ]

 

 

href অ্যাট্রিবিউট

এইচটিএমএল লিঙ্ক <a> ট্যাগ দিয়ে নির্ধারিত। লিঙ্ক এড্রেস href অ্যাট্রিবিউটে উল্লেখ করা হয়।

যেমনঃ-


<a href="http://bangla.salearningschool.com">This is a link</a>


 

 

ফলাফল


This is a link


 

আপনারা লিঙ্ক এবং <a> ট্যাগ সম্পর্কে এই টিউটোরিয়ালে পরবর্তীতে আরো জানতে পারবেন।

 

Size বা আকার অ্যাট্রিবিউট

এইচটিএমএল ইমেজ <img> ট্যাগ দিয়ে নির্ধারিত। উৎস ফাইলের নাম (src) এবং ইমেজের আকার (width এবং height) সব অ্যাট্রিবিউট হিসেবে নির্দেশিত হয়। যেমনঃ-

<img src="http://bangla.salearningschool.com/wp-content/uploads/2015/04/bangla.salearning.png" width="960" height="198">

ছবির আকার পিক্সেলে উল্লেখ করা হয়েছে। width="960" এর মানে পর্দা 960 পিক্সেল চওড়া।

আপনারা ইমেজ এবং <img> ট্যাগ সম্পর্কে এই টিউটোরিয়ালে পরবর্তীতে আরো জানতে পারবেন।

 

Alt অ্যাট্রিবিউট

যখন একটি এইচটিএমএল উপাদান প্রদর্শন করা যায় না তখন Alt অ্যাট্রিবিউট নির্দিষ্ট একটি বিকল্প টেক্সট ব্যবহার করতে সাহায্য করে। "screen readers" দ্বারা অ্যাট্রিবিউটের মান পড়া যায়।

উদাহরণঃ


<img src="http://bangla.salearningschool.com/wp-content/uploads/2015/04/bangla.salearning.png" alt="salearningschool.com" width=660" height="150">


 

 

ফলাফল


salearningschool.com


 

 

আমার সুপারিশ: সর্বদা ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন।

এইচটিএমএল ৫ স্ট্যান্ডার্ড এর ছোট হাতের অ্যাট্রিবিউট নাম প্রয়োজন হয় না। টাইটেল অ্যাট্রিবিউট ছোট বা বড় হাতের লেখা যেতে পারে, যেমন- Title বা TITLE ।

ছোট হাতের সবচেয়ে কমন এবং ছোট হাতের অক্ষর লেখাও সহজ।

আমার সুপারিশ : সর্বদা Quote Attribute মান ব্যবহার করবেন।

এইচটিএমএল ৫ স্ট্যান্ডার্ড এ অ্যাট্রিবিউট মান এ Quote দেওয়ার প্রয়োজন হয় না। উপরে প্রদর্শিত href অ্যাট্রিবিউট, এভাবেও লেখা যেতে পারেঃ


<a href=http://salearningschool.com>


 

 

এইচটিএমএল 4 Quote ব্যবহারের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে এবং এক্সএইচটিএমএল (XHTML) এর মত ডকুমেন্ট Quote ব্যবহারের দাবি রাখে।


<p title=About bangl learnings chool>


 

 

[quote এর ব্যবহার করাটা খুবই সাধারণ ব্যাপার। quotes বাদ দিয়ে লিখলে ত্রুটি তৈরী হতে পারে। ]

 

সিঙ্গেল বা ডাবল quote ?

ডাবল quote এর ব্যবহার এইচটিএমএল এ খুবই সাধারণ, কিন্তু একক quote ও ব্যবহার করা যেতে পারে।

অনেকসময়, যখন অ্যাট্রিবিউট মান নিজেই ডাবল quotes (উদ্ধৃতি চিহ্ন) ধারণ করে তখন একক সিঙ্গেল quotes (উদ্ধৃতি চিহ্ন) ব্যবহার করা প্রয়োজন হয়ে পরে।

যেমনঃ-


<p title='John "ShotGun" Nelson'>


 

 

বা উলটাভাবে


<p title="John 'ShotGun' Nelson">


 

 

 

অধ্যাযয়ের সারমর্ম

১। সমস্ত এইচটিএমএল উপাদানের অ্যাট্রিবিউট থাকতে পারে।

২। এইচটিএমএল টাইটেল অ্যাট্রিবিউট অতিরিক্ত "টুল - টিপ" তথ্য প্রদান করে।

৩। এইচটিএমএল href অ্যাট্রিবিউট লিঙ্কের জন্য ঠিকানা ও তথ্য প্রদান করে।

৪। এইচটিএমএল width এবং height অ্যাট্রিবিউটন ইমেজের জন্য আকার বিষয়ক তথ্য প্রদান করে।

৫। এইচটিএমএল Alt অ্যাট্রিবিউট পাঠকদের জন্য টেক্সট প্রদান করে।

৬। এইচটিএমএল এট্রিবিউট নামে সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করা ভাল।

৭। quote এট্রিবিউট এ সবসময় ডাবল quote ব্যবহার করা ভাল।

 

এইচটিএমএল এট্রিবিউট

নীচে এইচটিএমএল এ প্রায়ই ব্যবহৃত হয় এমন কিছু এট্রিবিউট এর একটি বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হল:

এট্রিবিউটঃ alt
ব্যাখ্যাঃ ইমেজের জন্য একটি বিকল্প টেক্সট উল্লেখ করে

এট্রিবিউটঃ disabled
ব্যাখ্যাঃ একটি ইনপুট উপাদান নিষ্ক্রিয় করা হবে উল্লেখ করে

এট্রিবিউটঃ href
ব্যাখ্যাঃ লিঙ্ক এর জন্য URL (ওয়েব ঠিকানা) উল্লেখ করে

এট্রিবিউটঃ id
ব্যাখ্যাঃ একটি উপাদানের জন্য একটি unique আইডি উল্লেখ করে

এট্রিবিউটঃ src
ব্যাখ্যাঃ ইমেজের জন্য URL (ওয়েব ঠিকানা) উল্লেখ করে

এট্রিবিউটঃ style
ব্যাখ্যাঃ একটি উপাদানের জন্য ইনলাইন সিএসএস স্টাইল উল্লেখ করে

এট্রিবিউটঃ title
ব্যাখ্যাঃ একটি উপাদান সম্পর্কে ( টুল টিপ হিসেবে প্রদর্শিত) অতিরিক্ত তথ্য উল্লেখ করে

এট্রিবিউটঃ value
ব্যাখ্যাঃ ইনপুট উপাদানের জন্য মান ( টেক্সট কন্টেন্ট ) উল্লেখ করে করে

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f-html-attributes/

Leave a Reply