এইচটিএমএল এডিটর (HTML Editor)

এইচ টি এম এল এডিটর (HTML Editors)

এইচটিএমএল সম্পাদক

নয়ন চন্দ্র দত্ত

নোটপ্যাড বা TextEdit ব্যবহার করে এইচটিএমএল লিখা

পেশাদারী এইচটিএমএল এডিটর ব্যবহার করেও এইচটিএমএল সম্পাদনা করা যেতে পারে। যেমনঃ-

• Adobe Dreamweaver
• Microsoft Expression Web
• CoffeeCup HTML Editor

তবে, এইচটিএমএল শেখার জন্য আমরা নোটপ্যাড (পিসি) বা TextEdit (ম্যাক) মত টেক্সট এডিটর সুপারিশ করি।

আমরা বিশ্বাস করি একটি সাধারণ টেক্সট এডিটর ব্যবহার করে এইচটিএমএল শিখাটা সবচেয়ে ভাল।

নোটপ্যাড দিয়ে আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করতে নিম্নোক্ত ৪টি ধাপ অনুসরণ করুনঃ

ধাপ ১: নোটপ্যাড খোলা

উইন্ডোজ 7 বা তার আগের ভার্সন এ নোটপ্যাড ওপেন করতেঃ

ক্লিক Start (নীচে পর্দার বাম দিকে)। ক্লিক All Programs । ক্লিক Accessories । ক্লিক Notepad

Windows 8 বা তার পরের ভার্সন এ নোটপ্যাড খুলুনঃ

Start Screen ( উইন্ডো প্রতীক আপনার পর্দার নিচে বাম দিকে রয়েছে ) ওপেন করুন এবং Notepad টাইপ করুন।

ধাপ ২: কিছু এইচটিএমএল লিখুন

লিখুন বা নোটপ্যাডের মধ্যে কিছু এইচটিএমএল কপি করুন।

<DOCTYPE html>
<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

notepad

স্টেপ ৩: এইচটিএমএল পেজ সংরক্ষণ(Save) করুন

আপনার কম্পিউটারে ফাইলটি সংরক্ষণ করুন।

নোটপ্যাড মেনু থকে File > Save as সিলেক্ট করুন। ফাইলটির নাম "index.htm" দিন বা আপনার পছন্দমত অন্য কোন নাম দিয়ে এর পর .htm দিয়ে সেভ করুন।

UTF-8, এইচটিএমএল ফাইলের জন্য পছন্দসই এনকোডিং । ANSI এনকোডিং মার্কিন জুড়ে এবং পশ্চিম ইউরোপের শুধুমাত্র অক্ষর (characters) ।

saveas

ধাপ ৪: ব্রাউজারে আপনার এইচটিএমএল ফাইলটি দেখুন

আপনার প্রিয় ব্রাউজারে সংরক্ষিত এইচটিএমএল ফাইলটি খুলুন।

ব্রাউজারে ফাইলটি ওপেন করতে ফাইলের উপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করুন বা মাউসের দান বাটন এ ক্লিক করে Open with এ মাউস পয়েন্টার রেখে ব্রাউজার চয়েজ করুন এবং ফাইল ওপেন করুন।

chrome

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%b0-html-editors/