এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)

HTML Text Formatting Elements

শরিফুল ইসলাম
Job category-Php Coder
Email-bappiislam1988@gmail.com
Mob-01722806467

এইচটিএমএল ফরম্যাটিং elements (HTML Formatting Element)

গত অধ্যায়ে আপনারা জেনেছেন, HTML Style Attribute দ্বারা কিভাবে HTML Style কে পরিবর্তন করা যায়।

এ অধ্যায়ে আমরা HTML Formatting Element সম্পর্কে জানব। নিম্নে HTML Text  Formatting  Elements গুলোকে উদাহরণসহ তুলে ধরা হল-

এইচটিএমএল এর কিছু গুরুত্তপূর্ণ উপাদান আছে যা দিয়ে টেক্সট কে বিভিন্নরুপে সাজানো যায়।

যেমন আমরা বোল্ড এবং ইতালিক টেক্সট পাওয়ার জন্য ব্যবহার করব <b> এবং <i>। ফরম্যাটিং উপাদান দ্বারা কি ধরনের টেক্সট হতে পারে তা নিচে দেওয়া হল

  • Bold text
  • Important text
  • Italic text
  • Emphasized text
  • Marked text
  • Small text
  • Deleted text
  • Inserted text
  • Subscripts
  • Superscripts

 

এইচটিএমএল Bold এবং strong ফরম্যাট এর উদাহরণ

<b> এলিমেন্ট Text কে বোল্ড করে, Text কে কোন বিশেষ গুরুত্ব প্রদান করে না।

উদাহরণঃ


<!DOCTYPE html>
<html>
<body>

<p>This text is normal.</p>

<p><b>This text is bold.</b></p>

</body>
</html>


 

ফলাফলঃ


This text is normal.

This text is bold.


 

এইচটিএমএল এর <strong> এলিমেন্ট strong টেক্সট ডিফাইন করে যা শব্দ বা বাক্যটিকে বিশেষ গুরুত্ব প্রদান করে।

উদাহরণঃ


<p><strong>This text is strong</strong>.</p>


 

ফলাফলঃ


This text is strong.


 

 

এইচটিএমএল italic এবং emphasized ফরম্যাট

এইচটিএমএল এ <i> উপাদান দিয়ে ইতালিক টেক্সট ডিসপ্লে করা হয় কোন অতিরিক্ত গুরুত্ত প্রদান করা ব্যতীত।

উদাহরণঃ


<p><i>This text is italic</i>.</p>


 

ফলাফলঃ


This text is italic.


 

গুরুত্ব সহকারে emphasized টেক্সট দেখানোর জন্য <em> উপাদান ব্যবহার করা হয়

উদাহরণঃ


<p><em>This text is emphasized</em>.</p>


 

ফলাফলঃ


This text is emphasized.


 

দ্রষ্টব্য: ব্রাউজার গুলো <strong> কে <b> এবং <em> কে <i> আকারে ডিসপ্লে করে
যদিও এই ট্যাগ গুলোর মধ্যে অর্থগত ভিন্নতা রয়েছেঃ এখানে <b> এবং <i> বোল্ড এবং ইতালিক টেক্সট বুঝায় কিন্ত <strong> এবং <em> ট্যাগ বুঝায় যে টেক্সগুলো গুরুত্বপূর্ণ।

 

 এইচটিএমএল small ফরম্যাটিং

<small> ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল এ ছোট আকারের লেখা দেখানো যায়

উদাহরণ


<h2>HTML <small>Small</small> Formatting</h2>


 

ফলাফলঃ


HTML Small Formatting


 

 

এইচটিএমএল marked ফরম্যাটিং:

হাইলাইট করা কোন টেক্সট ডিসপ্লে করার জন্য ব্যবহার করা হয় <mark> ট্যাগ

উদাহরণ


<h2>HTML <mark>Marked</mark> Formatting</h2>


 

ফলাফলঃ


HTML Marked Formatting


 

 

এইচটিএমএল deleted ফরম্যাটিং

কোন টেক্সট কে বাদ দেয়া বা মুছে ফেলা হয়েছে বুঝাতে টেক্সট এর গায়ে কাটা চিহ্ন দেখানোর জন্য <del> ট্যাগ ব্যবহার করা হয় ।

উদাহরণ


<p>My favorite color is <del>blue</del> red.</p>


 

ফলাফলঃ


My favorite color is blue red.


 

এইচটিএমএল inserted ফরম্যাটিং

কোন নতুন টেক্সট যুক্ত করা হয়েছে বূঝাতে টেক্সট এর নিচে দাগ দেখানোর জন্য আমরা <ins> ট্যাগ ব্যবহার করা হয়।

উদাহরণ


<p>My favorite <ins>color</ins> is red.</p>


 

ফলাফল


My favorite color is red.


 

এইচটিএমএল subscripts ফরম্যাটিং

সাধারন লাইনের নিচে কোন টেক্সট কে ডিসপ্লে করার জন্য আমরা <sub> ট্যাগটি ব্যবহার করব

উদাহরণ


<p>This is <sub>subscripted</sub> text.</p>


 

ফলাফলঃ


This is subscripted text.


 

 

এইচটিএমএল superscripts ফরম্যাটিং

সাধারন লাইনের উপরে কোন টেক্সট কে দেখানোর জন্য আমরা <sup> এই ট্যাগ টি ব্যবহার করা হয়

উদাহরণ


<p>This is <sup>superscripted</sup> text.</p>


 

ফলাফলঃ


This is superscripted text.


 

 

এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং এর জন্য ট্যাগ গুলো নিচে পর্যায় ক্রমে দেখানো হলঃ

 

Tag Description (বর্ণনা)
<b> কোন text কে bold করতে এ tag ব্যবহার করা হয়।
<strong> গুরুত্বপূর্ণ Text কে তুলে ধরতে এই tag ব্যবহৃত হয়।
<i> কোন text কে italic করতে এই tag ব্যবহৃত হয়।
<em> Emphasized  text কে তুলে ধরতে এটি ব্যবহৃত হয়।
<small> ছোট কোন Text কে তুলে ধরা এই tag এর দ্বারা।
<u> Text কে underline করতে একে ব্যবহার করা হয়।
<mark> কোন text কে হাইলাইট করতে <mark> tag ব্যবহার করা হয়।
<del> Text কে remove করতে এই tag ব্যবহৃত হয়।
<ins> কোন text কে add করতে এটি ব্যবহৃত হয়।
<sub> Subscripted  text কে চিহ্নিত করতে এই element ব্যবহৃত হয়।
<sup> Superscripted  text কে চিহ্নিত করতে এই element ব্যবহৃত হয়।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87/