এইচটিএমএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর (HTML Uniform Resource Locators)

শরিফুল ইসলাম
Job category-Php Coder

 

ওয়েব ঠিকানার অন্য নাম হচ্ছে URL

একটি URL লেখার জন্য আমাদের টাইপ করতে হয় শব্দের সাহায্যে (http://bangla.salearningschool.com) বা ইন্টারনেট প্রটোকল এড্রেস (IP) টাইপ করে, যেমন (192.185.24.202)।

প্রায় সবাই এড্রেস বারে ডোমেইন নামকে টাইপ করে থাকে কারন নাম্বার এর থেকে নাম মনে রাখা সহজ।

 

URL- ইউনিফর্ম রিসোর্স লোকেটর

ওয়েব ব্রাউজার গুলি ওয়েব সার্ভার থেকে url ব্যবহার করার মাধ্যমে কোন পেজ কে গ্রহণ করে থাকে। এইচটিএমএল পেজ এর কোন লিঙ্ক কে ক্লিক করলে <a> ট্যাগ কোন ওয়েব এড্রেস কে নির্দেশ করে। ওয়েব এ কোন ডকুমেন্ট বা পেজ কে খুজে পাওয়ার জন্য URL ব্যবহার করা হয়।

একটি ওয়েব এড্রেস  http://bangla.salearningschool.com/about-us.php নিচের নিয়মগুলোকে অনুসরন করে।


scheme://host.domain:port/path/filename


বর্ণনা

Scheme-ইন্টারনেট সার্ভিস এর ধরন কে ডিফাইন করে। (সাধারনভাবে http হয়ে থাকে)

Host-ডোমেইন এর host ডিফাইন করে (http এর ক্ষেত্রে ডিফল্ট হলত www)

Domain-ইন্টারনেট ডোমেইন এর নাম ডিফাইন করে (salearningschool.com)

port-host এর পোর্ট নাম্বার (http হল 80)

path- সার্ভার এর পাথ ডিফাইন করে (site এর প্রধান directory)

filename-ডকুমেন্ট বা ডাটার নাম

 

সাধারণ URL পরিকল্পনাগুলি

http (HyperText Transfer Protocol)- সাধারনত ওয়েব পেজ এর জন্য ব্যবহার করা হয়।

https (secure HyperText Transfer protocol)-নিরাপদ ওয়েব পেজ এর জন্য ব্যবহার করা হয়।

ftp (File Transfer Protocol)-ফাইল কে আপলোড বা ডাউনলোড করার জন্য

file-কম্পিউটার এর কোন ফাইল

 

URL এনকোডিং

ASCII character set এর মাধ্যমে URL গুলোকে ইন্টারনেট এ পাঠানো হয়। URL এ সবসময় character থাকে এবং তা ASCII তে পরিবর্তন করতে হয়। URL এনকোডিং নন ASCII characters গুলোকে “%” এ প্রতিস্থাপন করা হয় hexadecimal ডিজিট এর মাধ্যমে। URL এ কোন ফাকা জাইগা থাকে না ফাকা জায়গা গুলো (+) চিহ্ন অথবা %20 দিয়ে পুরন করা হয়।

 

ASCII এনকোডিং উদাহরণ

এইচটিএমএল ৫ এর ডিফল্ট character set গুলো হল UTF-8

বর্ণ Windows-1252 থেকে
UTF-8 থেকে
%80 %E2%82%AC
£ %A3 %C2%A3
© %A9 %C2%A9
® %AE %C2%AE
À %C0 %C3%80
Á %C1 %C3%81
 %C2 %C3%82
à %C3 %C3%83
Ä %C4 %C3%84
Å %C5 %C3%85

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/html-uniform-resource-locators/

Leave a Reply