এইচটিএমএল ইনপুট ধরন (HTML Input Types)

-মাসুদ-

 

আজকে আমরা জানবো এইচটিএমএল ইনপুট সম্পর্কে।

টেক্সট ইনপুট

সাধারন তথ্য গ্রহণ করতে টেক্সট ইনপুট ব্যবহৃত হয়। এধরনের ইনপুট এক লাইনের হয়ে থাকে।


 <form>
 First name:<br>
 <input type="text" name="firstname">
 <br>
 Last name:<br>
 <input type="text" name="lastname">
 </form>

 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


First name:

Last name:

 

পাসওয়ার্ড ইনপুট

পাসওয়ার্ড গ্রহণের জন্য এ ধরনের ইনপুট ফিল্ড ব্যবহৃত হয়।


<form>
User name:<br>
<input type="text" name="username">
<br>
User password:<br>
<input type="password" name="psw">
</form>


 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


User name:
User password:

পাসওয়ার্ড এর ঘরটিতে কোনকিছু লিখলে তা মাস্কিং হয়ে থাকবে অর্থ্যাত লেখাগুলো দেখা যাবেনা।

 

সাবমিট বাটন

ফরম পূরণ শেষে ফরম সাবমিট করতে সাবমিট বাটন ব্যবহৃত হয়।

যেমনঃ


<form action="action_page.php">
First name:<br>
<input type="text" name="firstname" value="Masud">
<br>
Last name:<br>
<input type="text" name="lastname" value="Rana">
<br><br>
<input type="submit" value="Submit">
</form>


 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


First name:

Last name:


 

চেকবক্স

চেকবক্স ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন বাছাই করতে বলা হয়।


<form>
 <input type="checkbox" name="vehicle" value="Bike">I have a cycle
 <br>
 <input type="checkbox" name="vehicle" value="Car">I have a motorcycle
 </form>

 

 উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


I have a cycle
I have a motorcycle

 

রেডিও বাটন

রেডিও বাটন ব্যবহৃত হয় যখন একের অধিক অপশন থেকে একটি অপশন বাছাই করতে বলা হয়।লিঙ্গ নির্বাচন করতে রেডিও বাটন ব্যবহৃত হয়। যেমনঃ


 <form>
 <input type="radio" name="sex" value="male" checked>Male
 <br>
 <input type="radio" name="sex" value="female">Female
 </form>

 

উপরোক্ত কোডটি ওয়েব ব্রাউজারে দেখা যাবে এভাবেঃ


Male
Female


 

Permanent link to this article: http://bangla.sitestree.com/html-input-types/