SQL (এসকিউএল) FOREIGN KEY কনস্ট্রেইন্টস্. SQL Foreign Key Constraint

SQL (এসকিউএল) FOREIGN KEY কনস্ট্রেইন্টস্

Article By: Protap Chandra

FOREIGN KEY কনস্ট্রেইন্ট ব্যবহার করা যায় টেবিলগুলোর মধ্যে আন্ত:সংযোগ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য। এছাড়া FOREIGN KEY কনস্ট্রেইন্ট foreign key যুক্ত কলামে অগ্রহণযোগ্য ডাটা ইনপুটে দেয়ার হাত থেকেও ব্যবহারকারীদের বিরত রাখে। কারণ FOREIGN KEY সঙ্গায়িত কলামে কেবল সেই ডাটা ইনপুট দেয়া যাবে যে ডাটা PRIMARY KEY তে আছে।

একটি টেবিলের FOREIGN KEY অন্য টেবিলে PRIMARY KEY এর সংগে সংযুক্ত।

নিচের দু'টি টেবিলের সাহায্যে আমরা FOREIGN KEY সম্পর্কে ধারণা নিব।

প্রথমটি হচ্ছে "Persons" টেবিল:

P_Id

LastName

FirstName

Address

City

1 Hansen Ola Timoteivn 10 Sandnes
2 Svendson Tove Borgvn 23 Sandnes
3 Pettersen Kari Storgt 20 Stavanger

দ্বিতীয়টি হচ্ছে "Orders" টেবিল:

O_Id

OrderNo

P_Id

1 77895 3
2 44678 3
3 22456 2
4 24562 1

লক্ষ্য করুন, "Orders" টেবিলের "P_Id" কলাম "Persons" টেবিলের "P_Id" কলাম থেকে এসেছে। একারণে "Persons" টেবিলের "P_Id" কলাম "Persons" টেবিলের PRIMARY KEY.

অন্যদিকে, "Orders" টেবিলের "P_Id" কলাম "Orders" টেবিলের FOREIGN KEY.

নিচের SQL স্টেটমেন্টটি "Orders" টেবিল তৈরী করার সময় "P_Id" কলামটিকে FOREIGN KEY হিসেবে তৈরী করবে।

MySQL এর ক্ষেত্রে:

CREATE TABLE Orders

(

O_Id int NOT NULL,

OrderNo int NOT NULL,

P_Id int,

PRIMARY KEY (O_Id),

FOREIGN KEY (P_Id) REFERENCES Persons(P_Id)

)

SQL Server / Oracle / MS Access এর ক্ষেত্রে:

CREATE TABLE Orders

(

O_Id int NOT NULL PRIMARY KEY,

OrderNo int NOT NULL,

P_Id int FOREIGN KEY REFERENCES Persons(P_Id)

)

একাধিক কলামে FOREIGN KEY কনস্ট্রেইন্ট তৈরী করতে নিচের SQL স্টেটমেন্ট ব্যবহার করতে হবে:

MySQL / SQL Server / Oracle / MS Access এর ক্ষেত্রে:

CREATE TABLE Orders

(

O_Id int NOT NULL,

OrderNo int NOT NULL,

P_Id int,

PRIMARY KEY (O_Id),

CONSTRAINT fk_PerOrders FOREIGN KEY (P_Id)

REFERENCES Persons(P_Id)

)

যদি আগে থেকে তৈরী করা একটি টেবিলের কোনো কলামে FOREIGN KEY কনস্ট্রেইন্ট যোগ করার প্রয়োজন হয় তবে নিচের SQL স্টেটমেন্ট ব্যবহার করতে হবে:

MySQL / SQL Server / Oracle / MS Access এর ক্ষেত্রে:

ALTER TABLE Orders

ADD FOREIGN KEY (P_Id)

REFERENCES Persons(P_Id)

যদি আগে থেকে তৈরী করা একটি টেবিলের FOREIGN KEY তে কোনো নাম যুক্ত করার প্রয়োজন হয়, তবে নিচের SQL স্টেটমেন্ট ব্যবহার করতে হবে:

MySQL / SQL Server / Oracle / MS Access এর ক্ষেত্রে:

ALTER TABLE Orders

ADD CONSTRAINT fk_PerOrders

FOREIGN KEY (P_Id)

REFERENCES Persons(P_Id)

FOREIGN KEY কনস্ট্রেইন্ট মুছে ফেলতে চাইলে নিচের SQL স্টেটমেন্ট ব্যবহার করতে হবে:

MySQL এর ক্ষেত্রে:

ALTER TABLE Orders

DROP FOREIGN KEY fk_PerOrders

SQL Server / Oracle / MS Access ক্ষেত্রে:

ALTER TABLE Orders

DROP CONSTRAINT fk_PerOrders

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b2-foreign-key-%e0%a6%95%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8/

Leave a Reply