সি প্রোগ্রামিং এ মেমোরি ব্যবস্থাপনাঃ Memory Management in C Programming

সি প্রোগ্রামিং এ মেমোরি ব্যবস্থাপনা

রিদওয়ান বিন শামীম

এই অধ্যায়ে সি প্রোগ্রামিং এ ডাইনামিক মেমোরি ম্যনেজমেন্ট নিয়ে আলোচনা করা হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেমোরি বণ্টন ও ব্যবস্থাপনার জন্য কয়েক ধরনের ব্যবস্থা আছে, তাদেরকে হিডার ফাইলে রাখা হয়। এধরনের ফাংশন গুলোকে এভাবে দেখানো যায়ঃ

S.N. Function and Description

1 void *calloc(int num, int size);
Num ইলিমেন্টের এর জন্য array বরাদ্দ দেয় এই ফাংশন, যেগুলোর আকার বাইটে সীমাবদ্ধ।

2 void free(void *address);
এই ফাংশন এড্রেস দ্বারা নির্ধারিত মেমোরি ব্লক প্রকাশ করে।

3 void *malloc(int num);
এই ফাংশন num bytes এর array বরাদ্ধ করে,এবং তাদের শুরু করায়।

4 void *realloc(void *address, int newsize);
এই ফাংশন মেমোরিকে পুনরায় সংগঠিত করে ও নতুন আকারে গড়ে তুলে।

প্রোগ্রামিং এ কাজ করার সময় যদি অ্যারির আকার সম্পর্কে জানা থাকে তাহলে অ্যারি সনাক্ত করা সহজ হবে। উদাহরণস্বরূপ, কারো নাম সংরক্ষণ করতে গেলে, নাম লিখতে ম্যাক্সিমাম ১০০ অক্ষর লাগতে পারে, যা আমরা এভাবে লিখতে পারি,
char name[100];

কিন্তু যদি এমন হয় যেখানে আমাদের যে তথ্য লিখতে হবে তার আকার সম্পর্কে কোন ধারণা নেই, যেমন কোন বিষয়ে বিবৃতি, সেক্ষেত্রে আমাদের একটি পয়েন্টার ব্যবহার করতে হবে অনির্ধারিত মেমোরি সাইজ উল্লেখ করে, যা পরবর্তীতে এভাবে দেখানো যায়,
#include
#include
#include

int main()
{
char name[100];
char *description;

strcpy(name, "Zara Ali");

/* allocate memory dynamically */
description = malloc( 200 * sizeof(char) );
if( description == NULL )
{
fprintf(stderr, "Error - unable to allocate required memory\n");
}
else
{
strcpy( description, "Zara ali a DPS student in class 10th");
}
printf("Name = %s\n", name );
printf("Description: %s\n", description );
}

উপরের কোডগুলো ঠিকভাবে লিখা হলে তা এরুপ ফলাফল দেখাবে,
Name = Zara Ali
Description: Zara ali a DPS student in class 10th

একই ধরনের প্রোগ্রাম লিখা যাবে malloc কে calloc দ্বারা রিপ্লেস করে,
calloc(200, sizeof(char));

অপারেটিং সিস্টেম নিজেই প্রোগ্রামের বরাদ্দ করা মেমোরি রিলিজ করবে, কিন্তু আমরা নিজেরাই প্রয়োজন শেষ হলে free() ফাংশন দ্বারা মেমোরি রিলিজ করে দিতে পারি। এছাড়াও realloc() ফাংশন ব্যবহার করে বরাদ্দকৃত মেমোরি ব্লকের আকার ছোটবড়ও করা যায়। realloc() এবং free() ফাংশন ব্যবহার করে দেখা যাক।

#include
#include
#include

int main()
{
char name[100];
char *description;

strcpy(name, "Zara Ali");

/* allocate memory dynamically */
description = malloc( 30 * sizeof(char) );
if( description == NULL )
{
fprintf(stderr, "Error - unable to allocate required memory\n");
}
else
{
strcpy( description, "Zara ali a DPS student.");
}
/* suppose you want to store bigger description */
description = realloc( description, 100 * sizeof(char) );
if( description == NULL )
{
fprintf(stderr, "Error - unable to allocate required memory\n");
}
else
{
strcat( description, "She is in class 10th");
}

printf("Name = %s\n", name );
printf("Description: %s\n", description );

/* release memory using free() function */
free(description);
}

উপরের কোড ঠিকভাবে লিখা হলে তা যে ফলাফল দেখাবে তা হল,
Name = Zara Ali
Description: Zara ali a DPS student.She is in class 10th
বাড়তি মেমোরি ব্লক বরাদ্দ না করে আমরা উপরের ফাংশন লিখে দেখতে পারি, মেমোরিতে সীমাবদ্ধতা থাকলে strcat() ফাংশন প্রদর্শিত হবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%99%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac/

Leave a Reply