ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : সংক্ষিপ্ত বিবরণ (DCN – Overview)

রিদওয়ান বিন শামীম

 

পরস্পর সংযুক্ত কম্পিউটার ও তদসংশ্লিষ্ট অনুষঙ্গ (যেমন প্রিন্টার ইত্যাদি) নিয়ে যে ব্যবস্থা তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক তারযুক্ত বা তারবিহীন উভয় ধরনেরই হতে পারে।

কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভাগ করা যায় যথা,

 

ভৌগলিক কারণ

আমাদের নিজস্ব টেবিল, বিল্ডিং, শহর এসবের তারতম্যের ভিত্তিতে বিভাজন হতে পারে,

আন্তর্সম্পর্ক

প্রত্যেকটি একক যন্ত্রের অন্য যন্ত্রের সাথে সংযুক্ত হওয়ার প্রকরণের উপর নির্ভর করে এই বিভাজন হতে পারে,

এডমিনিস্ট্রেশন

প্রশাসন ব্যক্তি মালিকানাধীণ না পাবলিক তার উপর ভিত্তি করে নেটওয়ার্কিং ভিন্ন হতে পারে,

স্থাপত্যগত কারণ

কম্পিউটার নেটওয়ার্ক বিভিন্ন ধরণের কারণে বিভাজিত হতে পারে যেমন ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড ও অন্যান্য কারনেও স্থাপত্যগত পার্থক্য দেখা যেতে পারে।

 

নেটওয়ার্ক এপ্লিকেশন

কম্পিউটার ও তদসংশ্লিষ্ট অনুষঙ্গ নেটওয়ার্কের আকারে সংযুক্ত থাকে, এরা অনেক ধরণের সেবাদান করতে পারে,

  • প্রিন্টার ও স্টোরেজ ডিভাইস ব্যবহার করার সুবিধা দেয়,
  • ইমেইল ও এফটিপি ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে দেয়,
  • ওয়েব ও ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে দেয়,
  • ডাইনামিক ওয়েব পেজ ব্যবহার করে অন্য ব্যবহারকারীর সাথে তথ্য আদান প্রদান করতে দেয়,
  • আইপি ফোন, ভয়েজ কনফারেন্সের সুবিধা দেয়,
  • প্যারালাল কম্পিউটিং ,
  • ইনস্ট্যান্ট ম্যাসেজিংএর সুবিধা দেয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-dcn-overview/

Leave a Reply