ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক : কুইক গাইড (DCN – Quick Guide)

রিদওয়ান বিন শামীম

 

ডাটা কমিউনিকেশনের সারসংক্ষেপ

পরস্পর সংযুক্ত কম্পিউটার ও তদসংশ্লিষ্ট অনুষঙ্গ (যেমন প্রিন্টার ইত্যাদি) নিয়ে যে ব্যবস্থা তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভাগ করা যায় যথা,

  • ভৌগলিক কারণ
  • আন্তর্সম্পর্ক
  • এডমিনিস্ট্রেশন
  • স্থাপত্যগত কারণ

 

আন্তঃসংযোগ

কয়েকপ্রকার ভাবে নেটওয়ার্কের উপাদানগুলো নিজেদের মধ্যে সংযুক্ত থাকতে পারে,

  • প্রত্যেকটি একক ডিভাইস নেটওয়ার্কের অন্য প্রত্যেক ডিভাইসের সাথে যুক্ত থাকতে পারে,
  • প্রত্যেক ডিভাইস একই মাধ্যমে কিন্তু ভৌগলিকভাবে আলাদা থাকতে পারে,
  • প্রত্যেক ডিভাইস তাদের সংলগ্ন ডিভাইসের সাথে লিনিয়ারভাবে সংযুক্ত থাকতে পারে,
  • প্রত্যেক ডিভাইস তাদের সংলগ্ন একটিমাত্র ডিভাইসের সাথে স্টার ফরম্যাটে যুক্ত থাকতে পারে,
  • উপরে আলোচনা করা সব পদ্ধতির সমন্বয়ে হাইব্রিডভাবেও সংযুক্ত থাকতে পারে।

 

এডমিনিস্ট্রেশন

এডমিনিস্ট্রেশনের ভিত্তিতে নেটওয়ার্ক স্বায়ত্তশাসিত, ব্যক্তিগত, লজিকাল বা পাবলিক ডোমেইন ইত্যাদি রকমের হতে পারে।

 

নেটওয়ার্কের স্থাপত্য কাঠামো

ক্লায়েন্ট-টু-সার্ভার, সদৃশ, হাইব্রিড বিভিন্ন রকম নেটওয়ার্ক হতে পারে, এর কাঠামোর উপর ভিত্তি করে।

  • এক বা একাধিক সিস্টেম সার্ভার হিসেবে কাজ করতে পারে,
  • দুটি সিস্টেম পয়েন্ট-টু-পয়েন্ট অথবা ব্যাক-টু-ব্যাক ভাবে সংযুক্ত থাকতে পারে,
  • দুই রকমের ব্যবস্থার সমন্বয়ে হাইব্রিড ব্যবস্থা থাকতে পারে।

 

 

নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন

কম্পিউটার ও তদসংশ্লিষ্ট অনুষঙ্গ নেটওয়ার্ক থেকে সংযুক্ত থাকতে পারে। এরা যে সুবিধাগুলো দেয় তা হল,

  • রিসোর্স যেমন প্রিন্টার, স্টোরেজ ডিভাইস শেয়ার করা,
  • ইমেইল ও এফটিপির মাধ্যমে ডাটা স্থানান্তর,
  • ওয়েব বা ইন্টারনেট ব্যবহার করে ডাটা শেয়ার,
  • ডাইনামিক ওয়েব পেজ ব্যবহার করে অন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ,
  • আইপি ফোন,
  • ভিডিও কনফারেন্স,
  • প্যারালাল কম্পিউটিং,
  • ইনস্ট্যান্ট ম্যাসেজিং

 

 

কম্পিউটার নেটওয়ার্ক টাইপ

 

  • পারসোনাল এরিয়া নেটওয়ার্ক,

পারসোনাল এরিয়া নেটওয়ার্ক

  • লোকাল এরিয়া নেটওয়ার্ক

লোকাল এরিয়া নেটওয়ার্ক

  • মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক,

মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক

  • ওয়াইড এরিয়া নেটওয়ার্ক,

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক

  • ইন্টারনেটওয়ার্কিং

 

 

নেটওয়ার্ক লেন টেকনোলোজি

নেটওয়ার্ক লেন টেকনোলোজি কয়েক রকমের হতে পারে,

 

  • ইথারনেট,
  • ফাস্ট ইথারনেট,
  • গিগা ইথারনেট,
  • ভার্চুয়াল লেন

ভার্চুয়াল লেন

 

 

 

কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি

একই নেটওয়ার্কে লজিকাল ও ফিজিকাল টপোলজি একই বা ভিন্ন উভয় রকমেরই হতে পারে। এর প্রকরণগুলো হল,

  • পয়েন্ট টু পয়েন্ট,

পয়েন্ট টু পয়েন্ট

  • বাস টপোলজি,

বাস টপোলজি

  • স্টার টপোলজি,

স্টার টপোলজি

  • রিং টপোলজি,

রিং টপোলজি

  • মেস টপোলজি,

মেস টপোলজি

  • ট্রি টপোলজি,

ট্রি টপোলজি

  • ডেইজি চেইন,

ডেইজি চেইন

  • হাইব্রিড টপোলজি।

হাইব্রিড টপোলজি

 

 

কম্পিউটার নেটওয়ার্ক মডেল

লেয়ারড টাস্ক, ওএসআই ও ইন্টারনেট মডেল, এই তিন রকম হয়ে থাকে।

 

 

কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটি

এর তিনটি প্রধান রূপ হল সিক্রেট কী এনক্রিপশন, পাবলিক কী এনক্রিপশন ও ম্যাসেজ ডাইজেস্ট।

 

 

এসব ছাড়াও ফিজিকাল লেয়ার, ডিজিটাল ট্রান্সমিশন ইত্যাদিও ডিসিএনের আওতাভুক্ত।

 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%89/

Leave a Reply