ডটনেট নিউককে আপগ্রেড করা (Upgrade DNN)

রিদওয়ান বিন শামীম

 

ডটনেট নিউককে আপগ্রেড করা মূলত একটি সরল প্রক্রিয়া। নতুন সংস্করণের ফাইল পুরনো ইন্সটল করা সংস্করণে নিয়মমত কপি করে এপ্লিকেশনকে আপগ্রেড করা সংক্রান্ত নির্দেশনা দিতে দেয়া হয়।

সবসময় ব্যাকআপ ঠিক রাখতে হবে।

  • ব্যাকআপের ভিত্তিতে ডুপ্লিকেট ওয়েব সাইট তৈরি করে আপগ্রেড করা যায়।
  • ওয়েবসাইটে আপগ্রেড পোর্টাল অ্যালি তৈরি করতে হয়,
  • ওয়েবসাইট ফাইল ব্যাকআপ করতে হয়,
  • ডাটাবেস ব্যাকআপ করতে হয়
  • এর সর্বশেষ সুস্থিত সংস্করণের ফাইল DotNetNuke_Community_XX.XX.XX.UPGRADE.zip
  • ডাউনলোড করতে হয়,
  • ওয়েব সার্ভারের নিউ ফোল্ডার পাথে ব্যাকআপ ওয়েবসাইট পুনরায় স্থাপন করতে হয়,
  • হোস্ট হিডারের সাথে আইআইএস কনফিগার করা,
  • ফাইল সিস্টেমের সেটআপ পারমিশন,
  • নতুন ডাটাবেস নামে ডাটাবেস রিস্টোর করানো,
  • নতুন ওয়েবসাইটের web.configমডিফাই করা
  • অটো আপগ্রেড ফলসে সেট করা,
  • আপগ্রেড প্যাকেজের উপাদানকে কম্পিউটারের কোনও ফোল্ডারে কপি করা,সরাসরি ওয়েবসাইটে কপি করা ঠিক নাও হতে পারে।
  • এরপর আপগ্রেড প্যাকেজের উপাদানকে ওয়েবসাইটে কপি করা
  • ওয়েব ব্রাউজারের মাধ্যমে নতুন ওয়েবসাইটে প্রবেশ করা, ইউআরএলকে http://MYWEBSITE/install/install.aspx?mode=upgrade
  • তে পরিবর্তন করে নিতে হয়।
  • আপগ্রেড করার পর আইআইএসে থেকে নতুন ওয়েবসাইট সেটিং পরিবর্তন করা যায়।

মনে রাখা দরকার, যদি default.css, portal.css বা menu.css পরিবর্তন করে সাইট আপগ্রেড করা হয় তবে আপগ্রেড প্যাকেজ কপির পরে এসব ফাইলকে ওয়েবসাইটের ফোল্ডারে কপি করতে হবে।

এডভান্সড কিছু কৌশল

ডাটাবেস ও ওয়েবসাইটের সম্পূর্ণ ব্যাকআপ ছাড়া আপগ্রেড প্রক্রিয়া চালানো ঠিক নয়। এডভান্সড কৌশলের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় হল,

APP_OFFLINE.HTM
SQL BACKUP TO APP_DATA
IN-PLACE UPGRADES
IIS ROOT FOLDER

আপগ্রেড সংক্রান্ত কিছু ভিডিও,

A Simple way to Upgrade DotNetNuke
Upgrading Via FTP
Upgrading DotNetNuke on WebMatrix
Customizing the App_Offline.htm File

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a1%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be/

Leave a Reply