বাংলায় এজাইল পদ্ধতি টিউটোরিয়াল (Agile Methodology Tutorial in Bangla)

Naim Mustafa Ali
BSc. in Soil, Water and Environment, MS in Water Science from University of Dhaka
Agile একটি সফিওয়্যার ডেভেলপমেন্ট পদ্ধতি যাতে ক্রমানুসাতে 1 থেতে 4 সপ্তাতেে সংক্ষিপ্ত পুনোরাবৃত্তি ব্যবহার করে একটি সফটওয়্যার নির্মাণ করা হয় যেন তা পরিবর্তিত ব্যবসাইক চাহিদার সঙ্গে সংযুক্ত করা যায়। এই সহজ টিউটোরিয়ালে উপযুক্ত উদাহরণ ব্যবহারের মাধ্যমে Agile development সম্পর্কে সাধারণ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে।

পাঠকবর্গ

এই টিউটোরিয়ালটি Beginners দের Agile এর মূলনীতি ও তার বাস্তবায়ন বুঝতে সাহায্যের জন্য প্রস্তুত করা হয়েছে। এই টিউটোরিয়াল শেষ করার পর আপনি নিজেকে দক্ষতার একটি মধ্যম পর্যায়ে খুঁজে পাবেন, যেখান থেকে আপনি আরও এগিয়ে গেতে পারবেন।

পূর্বশর্ত

এই টিউটোরিয়াল সঙ্গে অগ্রসর হওয়ার আগে, আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ধারণা যেমনঃ কোডিং, টেস্টিং ইত্যাদির মৌলিক জ্ঞান প্রয়োজন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf-agile-methodology/

Leave a Reply