ইউনিক্সঃ ফাইল পারমিশন ও এক্সেস মোড (Unix – File Permission / Access Modes)

রিদওয়ান বিন শামীম

 

ফাইল ওনারশিপ ইউনিক্সের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ফাইল ষ্টোরের নিরাপদ উপায় হিসেবে প্রয়োজন। ইউনিক্সের প্রত্যেকটি ফাইলে যে এট্রিবিউটগুলো থাকে সেগুলো হল,

  • ওনারের পারমিশন,
  • গ্রুপ পারমিশন,
  • অন্যান্য পারমিশন

 

পারমিশন ইনডিকেটর

ls -l কম্যান্ড ব্যবহার করে পারমিশন সংক্রান্ত অনেক তথ্য দেখা যায়,


$ls -l /home/amrood
-rwxr-xr-- 1 amrood   users 1024 Nov 2 00:10 myfile
drwxr-xr--- 1 amrood   users 1024 Nov 2 00:10 mydir

 

read (r), write (w), execute (x) এই অর্ডার ফলো করে

  • প্রথম তিন ক্যারেক্টার ফাইল ওনারের পারমিশন,
  • দ্বিতীয় তিন ক্যারেক্টার গ্রুপ পারমিশন আর
  • শেষ তিন ক্যারেক্টার বাকি সব পারমিশন

 

ফাইল এক্সেস মোড

ইউনিক্সে পারমিশনের বিল্ডিং ব্লক হল এই তিনটি,

  • লেখা
  • পড়া
  • এক্সেকিউট করা

 

ডিরেক্টরি এক্সেস মোড

অন্যান্য ফাইলের মত এদেরও বিল্ডিং ব্লক এগুলোঃ

  • লেখা
  • পড়া
  • এক্সেকিউট করা

যদিও এদের ক্ষেত্রে কিছু মৌলিক পার্থক্য আছে।

 

পারমিশন চেঞ্জ করা

দুটি উপায়ে chmod কম্যান্ড ব্যবহার করে এটি করা যায়,

সিম্বোলিক মোডে chmod কম্যান্ড ব্যবহার করেঃ টেস্টফাইলে ls -1 ব্যবহার করে ফাইলের পারমিশন,


$ls-l testfile
-rwxrwxr--1 amrood   users1024Nov200:10 testfile

 

যার ফলে পারমিশন চেঞ্জ দেখতে পাব,


$chmod o+wx testfile
$ls -l testfile
-rwxrwxrwx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile
$chmod u-x testfile
$ls -l testfile
-rw-rwxrwx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile
$chmod g=rx testfile
$ls -l testfile
-rw-r-xrwx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile

 

সিঙ্গেল লাইনের কম্যান্ড সমন্বয়ের ক্ষেত্রে,


$chmod o+wx,u-x,g=rx testfile
$ls -l testfile
-rw-r-xrwx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile

 

এবসলিউট পারমিশন হিসেবে chmod কম্যান্ড ব্যবহার করে

প্রত্যেকটি পারমিশন একটি করে এসাইনড ভ্যালু ধারণ করে, এগুলো মোটামুটি এরকম,

 

নাম্বার অক্টাল পারমিশন রিপ্রেজেন্টেশন রেফারেন্স
0 No permission ---
1 Execute permission --x
2 Write permission -w-
3 Execute and write permission: 1 (execute) + 2 (write) = 3 -wx
4 Read permission r--
5 Read and execute permission: 4 (read) + 1 (execute) = 5 r-x
6 Read and write permission: 4 (read) + 2 (write) = 6 rw-
7 All permissions: 4 (read) + 2 (write) + 1 (execute) = 7 rwx

 

টেস্ট ফাইল ব্যবহারের উদাহরণ,


$ls -l testfile
-rwxrwxr--  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile

 

এরফলে আমরা যে পারমিশন চেঞ্জ দেখতে পাব,


$ chmod 755 testfile
$ls -l testfile
-rwxr-xr-x  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile
$chmod 743 testfile
$ls -l testfile
-rwxr---wx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile
$chmod 043 testfile
$ls -l testfile
----r---wx  1 amrood   users 1024  Nov 2 00:10  testfile

 

ওনার পরিবর্তন

chown কম্যান্ড ব্যবহার করে ফাইলের ওনারশিপ পরিবর্তন করতে,


$ chown user filelist

 

উদাহরণ,


$ chown amrood testfile
$

 

এটি প্রদত্ত ফাইলের ওনারকে amrood নামে পরিবর্তিত করে।

 

গ্রুপ ওনার পরিবর্তন

এটির জন্য যে সিনট্যাক্স ব্যবহার করতে হয়,


$ chgrpgroup filelist

 

উদাহরণ,


$ chgrp special testfile
$

যেটিতে প্রদত্ত ফাইলের গ্রুপ special গ্রুপে পরিবর্তিত হয়ে যায়।

 

SUID ও SGID ফাইল পারমিশনঃ

এধরনের কম্যান্ড ব্যবহার করে এ ধরণের পারমিশন সম্পর্কে জানা যায়,


$ ls -l /usr/bin/passwd
-r-sr-xr-x  1   root   bin  19031 Feb 7 13:47  /usr/bin/passwd*
$

এখানে SUID বিট সেট আর এর কম্যান্ড রুট থেকে আসে।

 

যেকোনো ডিরেক্টরির জন্য SUID ও SGID bits সেট করতে নিচের সিনট্যাক্স প্রয়োগ করা যেতে পারে,


$ chmod ug+s dirname
$ ls -l
drwsr-sr-x 2 root root  4096 Jun 19 06:45 dirname
$

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b8/

Leave a Reply