SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এর সহজ কৌশল

আজকে আমি SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান কৌশল নিয়ে আলোচনা করতে চাই. একটি ওয়েবসাইট প্রতিটি সার্চ ইঞ্জিনের ভিতরে একটি উচ্চাসন লাভ করতে চায়. আর এটা কি ভাবে করা যায় সেটাই হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান। SEO এর সবচেয়ে সহজ কৌশল হচ্ছে আপনার ওয়েব সাইটের লিঙ্কটি বিভিন্ন ওয়েব সাইটে শেয়ার করা, যেমন= সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (Facebook, Twitter, Google+, LinkedIn), বুকমার্কিং সাইট (Stumble, Pinterest , Digg, Reddit, Delicious), ব্লগ কমেন্টস্‌ এবং ফোরাম পোস্টিং ইত্যাদি কাজ গুলোর মাধ্যমে খুব সহজেই একটি ওয়েব সাইট কে গুগল পেজ-রেঙ্ক ১-৪ নিয়ে আসা যায়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/seo-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87/