PHP, MySQL, Java মূলত এক ধরনের প্রোগ্রামিং ভাষা/Tool

PHP, MySQL, Java মূলত এক ধরনের প্রোগ্রামিং ভাষা। যার মাধ্যমে মূলত Wed Design করা হয়ে থাকে। ডিনামিক Wedsite তৈরীর ক্ষেত্রে এই ভাষা খুবই জানা প্রোয়োজন। আপনি যদি এজন দক্ষ Wed Designer হতে চান তাহলে আপনাকে অবশ্যই PHP, MySQL, Java and .net জানতে হবে।
১/ এবার আসুন জানি প্রোগ্রামিং ভাষা কি?
 প্রোগ্রামিং ভাষা (ইংরেজি ভাষায়: programming language) হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা (artificial language) যা কোন যন্ত্রের, বিশেষ করে কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। মানুষের মুখের স্বাভাবিকভাষাগুলোর মত প্রোগ্রামিং ভাষাগুলোও বাক্যতাত্ত্বিক (syntactic বা বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক কী হবে সে-সংক্রান্ত) ও আর্থ (semantic বা শব্দের অর্থসংক্রান্ত) নিয়ম মেনে চলে।
২/ এবার আসুন জানি PHP, MySQL কি?
 পিএইচপি হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা যা মূলতঃ চলমান ওয়েব পাতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। ইহা কমান্ড লাইন ইন্টারফেস ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছে এবং স্ট্যান্ডআলোন গ্রাফিক্যাল আপ্লিকেশনকে ব্যবহার করতে পারে।
৩/ এবার আসুন জানি Java কি?
 জাভা একটি প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রোসিস্টেম ৯০এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়। জাভা'র এই জনপ্রিয়তার মুল কারণ এর বহনযোগ্যতা (portability), নিরাপত্তা, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট।
৪/ এবার আসুন জানি .net কি?
 .NET একটি প্রোগ্রামিং ভাষা। যা Microsoft কত্রিক পরিবরতন করা হয়েছে Microsoft Windows পরিছালনা করার জন্য। এটি Database ও Web Design এর কাজেও ব্যাবহার করা হয়ে থাকে।

আল্প কিছু কথায় এই বিষয় গুলো বলা সম্ভব নয়। এর জন্য আপনাকে Video tutorial দেখতে হবে।
এবং আর অনেক বই পরথে হবে।

PHP
http://salearningschool.com/index.php?table=Articles&categoryID=16&category=PHP

Permanent link to this article: http://bangla.sitestree.com/php-mysql-java-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/