MySQL বিষয় গুলো: MySQL শুরু

MySQL বিষয় গুলো: MySQL শুরু
মোঃ আনিসুর রহমান ইমন
https://www.facebook.com/casperemon

Mysql Resources:
প্রথমে আপনাকে MySQL এর সর্বশেষ ভার্শন অথবা স্থিথিশিল ভার্শন টি সংগ্রহ করতে হবে।
এখন সর্বশেষ ভার্শন ৫.৬.১৬ । Mysql এর দুটি ভিন্ন সংস্করন আছে । একটি হল community server[ফ্রী] এবং অন্যটি enterprise server[বাণিজ্যিক]
MySQL ডাউনলোড করা:
আপনি নিচের লিঙ্ক থেকে MySQL ডাউনলোড করতে পারেনঃ
http://dev.mysql.com/downloads/installer/5.6.html

Mysql নিয়ে কাজ করা:
ইন্সটল করার পর আপনি Mysql সার্ভার এর সাথে কমান্ড লাইন এর মাধ্যমে কাজ করতে পারেন। কমান্ড লাইন ব্যাবহার করার জন্য অবশ্যই আপনাকে এ বিষয়ে পারদর্শী হতে হবে। কিন্ত আপনি চাইলে GUI IDE ও ব্যাবহার করতে পারেন। GUI টুলস আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেনঃ
http://dev.mysql.com/downloads/gui-tools/5.0.html

 

GUI দুই প্রকার:
MySQL সার্ভার চালাতেঃ ব্যাকআপ, রিস্টোর, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে ব্যাবহার হয়।
উন্নয়নে: ডাটাবেস তৈরিতে এবং ডাটাবেসের টেবিল, কিওরিস, সঞ্চয় প্রক্রিয়া, ট্রিগার ইত্যাদি।

অ্যাপ্লিকেশান উন্নয়ন:
আপনি এমন অ্যাপ্লিকেশান তৈরি করতে পারেন যেগুলো ব্যাকএন্ডে MySQL ডাটাবেস ব্যাবহার করে। আপনি MySQL ডাটাবেসের সাথে কাজ করার জন্য PHP, Perl, Java, .net এই ভাষা গুলো ব্যাবহার করতে পারেন। সাধারণত, কাজ করার জন্য এগুলোর সাথে ড্রাইভার দেয়া থাকে। অথবা আপনি নিচের লিঙ্ক থেকে Java, PHP, Perl এবং সাদৃশ্যপূর্ণ অন্যান্য ভাষার জন্য ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেনঃ

http://dev.mysql.com/downloads/connector/

Source of this article: http://www.salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=606

Permanent link to this article: http://bangla.sitestree.com/mysql-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-mysql-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81/