ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২০]:: ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা . ASP.NET Web Forms – HTML Controls

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ২০]:: ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

শিখতে শিখতে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে । আজ আমরা শিখবো ASP.NET Web Forms এর HTML Server Control ট্যাগের বর্ণনা করা ।

HTML Server Controls
HTML সার্ভার কনট্রোল হলো HTML ট্যাগ যেটা সার্ভারকে বুঝাতে সাহায্য করে ।
HTML ইলিমেন্টস গুলো ASP.NET এর ভিতর সাধারণ টেক্সট আকারেই থাকে । এটাকে প্রোগামেবল করার জন্য এতে runat="server" এলিমেন্ট যোগ করা হয়ে থাকে । এখানে runat="server" এলিমেন্ট প্রকাশ করে এটা একটা সার্ভার কনট্রোল ।

উল্লেখ্য, সকল এইচটিএমএল সার্ভার কনট্রোল গুলো runat="server" এট্রিবিউটের সাথে <form> ট্যাগ আকারে থাকতে হবে ।
ASP.NET এর ভিতরকার সকল এইচটিএমএল এলিমেন্টস গুলো ভালভাবে ট্যাগ দ্বারা শেষ হতে হবে ।

HTML Server Control ট্যাগের বর্ণনা

HtmlAnchor = <a> HTML element কনট্রোল করে ।
HtmlButton = <button> HTML element কনট্রোল করে ।
HtmlForm = <form> HTML element কনট্রোল করে ।
HtmlGeneric = <body>, <div>, <span> প্রভৃতি HTML server কনট্রোল করে ।
HtmlImage = <image> HTML element কনট্রোল করে ।
HtmlInputButton = <input type="button">, <input type="submit">, এবং <input type="reset"> HTML elements কনট্রোল করে ।
HtmlInputCheckBox = <input type="checkbox"> HTML element কনট্রোল করে ।
HtmlInputFile = <input type="file"> HTML element কনট্রোল করে ।
HtmlInputHidden = <input type="hidden"> HTML element কনট্রোল করে ।
HtmlInputImage = <input type="image"> HTML element কনট্রোল করে ।
HtmlInputRadioButton = <input type="radio"> HTML element কনট্রোল করে ।
HtmlInputText = <input type="text"> এবং <input type="password"> HTML elements কনট্রোল করে ।
HtmlSelect = <select> HTML element কনট্রোল করে ।
HtmlTable = <table> HTML element কনট্রোল করে ।
HtmlTableCell = <td> এবং <th> HTML elements কনট্রোল করে ।
HtmlTableRow = <tr> HTML element কনট্রোল করে ।
HtmlTextArea = <textarea> HTML element কনট্রোল করে ।

আপনারা এই ট্যাগ গুলো এবং এদের কাজ মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন । তাহলে আপনাদের কোডিং করতে অনেক সুবিধা হবে ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/asp-net-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%83-%e0%a7%a8%e0%a7%a6-asp-net-web-forms-%e0%a6%8f-2/