পিএইচপি – মাইএসকিউএল থেকে ডাটা সিলেকশন নির্দিষ্ট করা (PHP Limit Data Selections From MySQL in Bangla)

MYSQL এর LIMIT প্যারামিটার ব্যবহার করে নির্দিষ্ট সংখ্যক রো পাওয়া যায়।

অনেকগুলো পেজ এ ফলাফল ডিসপ্লে করতে অথবা pagination এর ক্ষেত্রে LIMIT প্যারামিটার টা খুব সহজ।

অনেক বড় টেবিল এর জন্য এটা খুব উপকারী।

মনে করি আমরা একটি order নামক টেবিল থেকে প্রথম ৩০ টা ডাটা দেখতে চাই তার জন্য SQL query টি হবে


$sql = "SELECT * FROM Orders LIMIT 30";

যখন এটি রান করা হবে তখন প্রথম ৩০ টি ডাটা দেখা যাবে। যদি আমরা ১৬-২৫ এই রেকর্ড দেখতে চাই


$sql = "SELECT * FROM Orders LIMIT 10 OFFSET 15";

উপড়ের query টি OFFSET 15 সেট করার ফলে আমরা ১৫ এর পরের থেকে ১০ টি ডাটা দেখতে পারব। আমরা এর পরিবর্তে আরও একটি query চালাতে পারি যা এক ফলাফল পাওয়া যাবে


$sql = "SELECT * FROM Orders LIMIT 15, 10";

লক্ষ্য করার বিষয় নাম্বারগুলো এখন উলটো যখন কমা ব্যবহার করা হয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/