পিএইচপি ৫ সুইচ স্ট্যাটমেন্ট (PHP 5 switch Statement)

পিএইচপি তে আমরা switch statement এর মাধ্যমে কোন শর্ত জুরে দিয়ে অনেকগুলো ব্লক code থেকে আমাদের নির্ধারিত ফলাফল পেতে পারি।

উদাহরণ এর মাধ্যমে আমরা এক এক করে switch statement এর বিষয় টি বুজতে পারব


 < ?php
 $favcolor = "red"; 
         /*এর মাধ্যমে আমরা নির্ধারণ করে দিলাম যে আমাদের red শব্দ টি দরকার*/
switch ($favcolor)  
         /*switch statement এর মাধ্যমে আমরা এর প্রক্রিয়া সুরু করলাম*/
 {
     case "red":  
         /*যদি declare করা value টি যদি মিলে যায় তাহলে এই case টি ডিসপ্লে হবে*/
         echo "Your favorite color is red!";
         break;
     case "blue":
         echo "Your favorite color is blue!";
         break;
     case "green":
         echo "Your favorite color is green!";
         break;
         /*এইভাবে করে আমরা অনেকগুলো case যুক্ত করতে পারি*/
      default:
         /*যদি আমাদের কোন case না মিলে তাহলে default হিসেবে এটি ডিসপ্লে করবে*/
         echo "Your favorite color is neither red, blue, or green!";
 }
 ?>

যদি ব্রাউজার এর মাধ্যমে আমরা রান করি তাহলে ফলাফল পাওয়া যাবে


Your favorite color is red!

এই ক্ষেত্রে বুঝা যাচ্ছে আমাদের প্রথম case টি কাজ করছে কারন প্রথম case টি আমরা বলেছি red এবং আমরা কোড এর শুরুতে নির্ধারণ করেছিলাম $favcolor = "red" ।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%ae%e0%a7%87/