জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ (JavaScript Data Types)

জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ (JavaScript Data Types)

লিখেছেনঃ মোহাম্মাদ আমিরুল ইসলাম (আরিফ)

ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার

 

জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপের ধারনা

জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

জাভাস্ক্রিপ্ট এর ডেটা টাইপ গুলো হলঃ (String, Number, Boolean, Array, Object.) স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট । জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করতে এই টাইপগুলো ব্যবহার করা হয়ে থাকে ।

যেমনঃ

var lastName = "Johnson";

উপরের জাভাস্ক্রিপ্টটি একটি স্ট্রিং টাইপ জাভাস্ক্রিপ্ট ।

 

var length = 16;

উপরের জাভাস্ক্রিপ্টটি একটি নাম্বার টাইপ জাভাস্ক্রিপ্ট ।

 

var cars = ["Saab", "Volvo", "BMW"];

উপরের জাভাস্ক্রিপ্টটি একটি অ্যারে টাইপ জাভাস্ক্রিপ্ট ।

 

var x = {firstName:"John", lastName:"Doe"};

উপরের জাভাস্ক্রিপ্টটি একটি অবজেক্ট টাইপ জাভাস্ক্রিপ্ট ।

 

 

জাভাস্ক্রিপ্ট স্ট্রিং (JavaScript String)

জাভাস্ক্রিপ্ট স্ট্রিংগুলো সাধারণত কয়কটি অক্ষররে সমষ্টি হয়ে থাকে । যেমনঃ “kamal”

স্ট্রিং গুলো  single quotes ‘’ অথবা double quotes “” এর ভিতর ব্যবহার হয়ে থাকে ।

যেমনঃ

var carName = " kamal";       [ এখানে double quotes “” ব্যবহার হয়েছে ]
var carName = ' kamal';        [ এখানে single quotes ‘’ ব্যবহার হয়েছে ]

 

আপনি স্ট্রিং এর ভিতরে quotes ব্যবহার করতে পারেন ।

 

যেমনঃ

var answer = "It's alright";                    [double quotes “” এর ভিতর single quote ‘’]
var answer = "He is called 'Johnny'";     [double quotes “” এর ভিতর single quotes ‘’]
var answer = 'He is called "Johnny"';    [single quotes ‘’ এর ভিতর double quotes “”]

 

 

কোড গুলো নিজে প্রয়োগ করুনঃ

DOCTYPE html>

<html>

<body>

 

<p id="demo"></p>

 

<script>

var carName1 = "Volvo XC60";

var carName2 = 'Volvo XC60';

var answer1 = "It's alright";

var answer2 = "He is called 'Johnny'";

var answer3 = 'He is called "Johnny"';

 

document.getElementById("demo").innerHTML =

carName1 + "
" +

carName2 + "
" +

answer1 + "
" +

answer2 + "
" +

answer3;

</script>

 

</body>

</html>

 

 

 

 

 

জাভাস্ক্রিপ্ট নাম্বার (JavaScript Numbers)

জাভাস্ক্রিপ্টটে শুধু মাত্র এক প্রকারের নাম্বার আছে । নাম্বারগুলো ডেসিম্যাল এবং ডেসিম্যাল ছাড়াও লেখা হতে পারে ।

যেমনঃ

var x1 = 34.00;    [ডেসিম্যাল দিয়ে লেখা]
var x2 = 34;        [ডেসিম্যাল ছাড়া লেখা]

 

অতিরিক্ত বড় অথবা অতিরিক্ত ছোট নাম্বার গুলো e দ্বারা লেখা হয় ।

যেমনঃ

var y = 123e5;                [ এখানে 123e5;=12300000 হবে]
var z = 123e-5;               [এখানে 123e-5;= 0.00123 হবে]

 

নির্দিষ্ট নাম্বার এর পরে e5 দিলে অই নাম্বার এর পরে পাঁচটি ০ যোগ হবে আর  e-5 দিলে অযুত এর আগে পয়েন্ট হবে ।

 

কোড গুলো নিজে প্রয়োগ করুনঃ

DOCTYPE html>

<html>

<body>

 

<p id="demo"></p>

 

<script>

var x1 = 34.00;

var x2 = 34;

var y = 123e5;

var z = 123e-5;

 

document.getElementById("demo").innerHTML = x1 + "
" + x2 + "
" + y + "
" + z

</script>

 

</body>

</html>

 

 

জাভাস্ক্রিপ্ট বুলিয়ান (JavaScript Booleans)

বুলিয়ান এর শুধু দুইটি মান আছে ।  সত্য ও মিথ্যা ।

যেমনঃ

var x = true;
var y = false;

 

জাভাস্ক্রিপ্ট অ্যারে (JavaScript Arrays)

জাভাস্ক্রিপ্ট অ্যারে গুলো তৃতীয় বন্ধনী দ্বারা লেখা হয়।  জাভাস্ক্রিপ্ট অ্যারে আইটেম গুলো কমা দ্বারা আলাদা করা হয় ।

কোড গুলো দেখতে এরকম হয়ঃ

var cars = ["Saab", "Volvo", "BMW"];

 

জাভাস্ক্রিপ্ট  অবজেক্ট [JavaScript Objects]

জাভাস্ক্রিপ্ট অবজেক্ট গুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা লেখা হয়।  জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আইটেম গুলো কমা দ্বারা আলাদা করা হয় ।

কোড গুলো দেখতে এরকম হয়ঃ

var person = {firstName:"John", lastName:"Doe", age:50, eyeColor:"blue"};

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa-javascr/