এএসপি.নেট এমভিসি – ভিউস . ASP.NET MVC – Views

এএসপি.নেট এমভিসি - ভিউস
Sheikh Mahfuzur Rahman
Bangla word: 200

এএসপি.নেট এমভিসি (ASP.NET MVC) শিখার জন্য আমরা একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি করছি। আজকের টিউটোরিয়ালে যার পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করা হবে।

পার্ট-ফাইভঃ অ্যাপ্লিশনটি ডিসপ্লে করার জন্য ভিউস যোগ করা

ভিউস ফোল্ডার/Views Folder
Views ফোল্ডার অ্যাপ্লিকেশনটির ডিসপ্লে বা ইউজার ইন্টারফেসের সাথে সংশ্লিষ্ট ফাইলগুলো ( যেমন HTML ফাইল ) ধারণ করে। ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট এর উপর নির্ভর করে এই ফাইলগুলোর যেসব এক্সটেনশান থাকতে পারে সেগুলো হলো html, asp, aspx, cshtml এবং vbhtml

ভিউস ফোল্ডার প্রত্যেক কন্ট্রোলারের জন্য একটি ফোল্ডার ধারণ করে। ভিজ্যুয়াল ওয়েব ডেভলাপার Views ফোল্ডারের ভিতরে একটি অ্যাকাউন্ট ফোল্ডার, একটি হোম ফোল্ডার এবং একটি শেয়ার্ড ফোল্ডার তৈরি করেছে।

Account ফোল্ডার ইউজার অ্যাকাউন্ট রেজিস্টার করা এবং লগিন করার পেজগুলো ধারণ করে। Home ফোল্ডার হোম পেজ এবং অ্যাবাউট পেজের মতো অ্যাপ্লিকেশন পেজগুলো সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। Shared ফোল্ডার কন্ট্রোলারগুলোর ( মাস্টার পেজ এবং লেআউট ) মধ্যে শেয়ার্ড ভিউগুলো সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

ছবিতে ফোল্ডার গুলো দেখুন

http://bangla.salearningschool.com/aspnet/pic_mvc_views.jpg
এএসপি.নেট ফাইল টাইপসমূহ/ASP.Net File Types

Views ফোল্ডারে নিচের মতো এইচইটিএমএল ফাইল পাওয়া যায়ঃ

ফাইল টাইপ এক্সটেনশান
Plain HTML .htm or .html
Classic ASP .asp
Classic ASP.NET .aspx
ASP.NET Razor C# .cshtml
ASP.NET Razor VB .vbhtml

ইন্ডেক্স ফাইল/index.html

Index.cshtml ফাইলটি অ্যাপ্লিকেশনের হোম পেজের প্রতিনিধিত্ব (represent) করে। এটাই অ্যাপ্লিকেশনের ডিফল্ট ফাইল ( index file)। ফাইলে নিচের উপাদানগুলো  যোগ করুনঃ

@{ViewBag.Title = "Home Page";}
<h1>Welcome to W3Schools</h1>
<p>Put Home Page content here</p>

অ্যবাউট ফাইল/About File
About.cshtml ফাইলটি অ্যাপ্লিকেশনের অ্যাবাউট পেজকে প্রতিনিধিত্ব করে।
ফাইলটিতে নিচের উপাধানগুলো যোগ করুনঃ

@{ViewBag.Title = "About Us";}
<h1>About Us</h1>
<p>Put About Us content here</p>

অ্যাপ্লিকেশনটিকে চালু (run) করুন

ওয়েব ডেভলাপার মেন্যু থেকে Debug সিলেক্ট করে ডিবাগিং শুরু করুন ( অথবা F5 চাপুন )।
আপনার অ্যাপ্লিকেশনটিকে নিচের মতো দেখাবেঃ

কিভাবে এটি কাজ করে তা দেখার জন্য "Home" ট্যাব এবং "About" ট্যাবে ক্লিক করুন।

 

Application er ছবি এখানে দেখুন

http://bangla.salearningschool.com/aspnet/pic_mvc_app.jpg

অভিনন্দন!

আপনাকে অভিনন্দন! আপনি আপনার প্রথম এমভিসি অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেছেন!

লক্ষ্যনীয়ঃ আপনি এখনো "Movies" ট্যাবে ক্লিক করতে পারবেন না। আমরা এই টিউটোরিয়ালের পরবর্তী অধ্যায়ে "Movies" ট্যাবের জন্য কোড যোগ করবো।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b8-asp-net-mvc-views/