এইচটিএমএল কি? HTML Document Example

Paste the translated text here
প্রথম পেইজঃ
এইচটিএমএল কি?
উওর: এইচটিএমএল ডকুমেন্ট (ওয়েব পেজ) বর্ণনা জন্য একটি মার্কআপ ভাষা.
এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ অনেক গুলো টেক্সট এর মার্কআপ করা।
কিছু মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে এইচটিএমএল ট্যাগ গুলো গঠিত।
এইচটিএমএল ডকুমেন্ট এইচটিএমএল ট্যাগ দ্বারা বর্ননা করা হয়।
প্রতিটি এইচটিএমএল ট্যাগ বিভিন্ন ডকুমেন্টের বিষয়বস্তু বর্ণনা করে থাকে।
যেমনঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head><body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>

</html>
এখানে লক্ষ করলে দেখা যে, প্রথমে <html> দিয়ে শুরু হয়েছে এবং শেষে </html> দিয়ে ডকুমেন্ট শেষ করা হয়েছে। এরকম প্রতিটি ট্যাগের শুরু এবং শেষ করতে হবে। এখানে এক একটি ট্যাগের এক এক ধরনের কাজ। যেমনঃ ওয়েবপেজে টাইটেল দিতে <title>Page Title</title> এই ট্যাগটি ব্যবহার করা হয়। <body>………</body> এই ট্যাগটির মাঝে সব রকম ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগটির নাম বডি ট্যাগ।
যেমনঃ
<title>Page Title</title>
উপরের এটি একটি এইচটিএমএল ট্যাগ। যা দ্বারা আপনার এইচটিএমএল ডকুমেন্ট এর টাইটেল নির্দেশ করে। এটিকে টাইটেল ট্যাগ বলে। এমন অনেক এইচটিএমএল ট্যাগ রয়েছে।
যেমনঃ
<head>
<title>Page Title</title>
</head>
এখানে দুটি ট্যাগ ব্যবহার করা হয়েছে। একটি হেড ট্যাগ অন্যটি টাইটেল ট্যাগ।
<h1>My First Heading</h1>
h1, h2, h3, h4, h5, h6 এমন ছয়টি ট্যাগ আছে। যেগুলো দিয়ে লেখাকে বড় করা হয়ে থাকে। সবচেয়ে বড় h1 ট্যাগ। এবং সবচেয়ে ছোট h6 ট্যাগ।
<p>My first paragraph.</p>
এখানে যে ট্যাগটি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় পি ট্যাগ। এর কাজ হল আপনার লেখাকে প্যারা করে সাজানো।
এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে, প্রতিটি ট্যাগের শুরু এবং শেষ করতে হবে। এছাড়াও অন্য একটি ট্যাগ আছে যাকে ওপেন ট্যাগ বলে।
যেমনঃ <link />, <img />, <hr /> ইত্যাদি। এগুলোকে ওপেন ট্যাগ বলে।
দ্বিতীয় পেইজঃ
আপনি যে কোন টেক্স এডিটর ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন এডিটর ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ Adobe Dreamweaver, Microsoft Expression Web, CoffeeCup HTML Editor ইত্যাদি। এসব সফটওয়ার গুলো খুব ভাল মানের কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
যাইহোক আমরা খুব সহজে আমার পিসি থেকে Notepad (PC) এটি ওপেন করে নিব।
আমরা বিশ্বাস করি একটি সহজ টেক্সট এডিটর ব্যবহার করে এইচটিএমএল শিখা একটি ভালো উপায়।
নোটপ্যাড দিয়ে আপনার প্রথম ওয়েব পেজ তৈরি করার জন্য নীচের চারটি ধাপ অনুসরণ করুন.
ধাপ-১: আপানার নোটপ্যাডটি ওপেন করুন। স্টার্ট ক্লিক করুন>তার পর অল প্রোগ্রাম সিলেক্ট করুন>তারপর এক্সেসরিজ সিলেক্ট করুন>তারপর নোটপ্যাড সিলেক্ট করুন।
ধাপ-২: কিছু এইচটিএমএল ট্যাগ লিখুন। যেমনঃ <!DOCTYPE html>
<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>
ধাপ-৩: ফাইলটি আপনার কম্পিউটারের একটি নির্দিষ্ট ফোল্ডারে সেইভ করুন। ক্লিক ফাইল>তারপর সেইভএস এ ক্লিক করুন। এখানে অবশ্যই ফাইল নেইম “file_name.html” এক্সটেনশন ব্যবহার করতে হবে। অন্যথায় কিন্তু আপনার ব্রাউজার ফাইলটি রিট করতে পারবে না।
ধাপ-৪: এবার আপনার ফাইলটি ওপেন করুন যে কোন একটি ব্রাউজারে। তখন আপনি দেখতে পাবেন যা যা লিখেছেন সব ব্রাউজারে দেখা যাবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%bf-html-document-example/