SQL Date Functions

নাম-শরিফুল ইসলাম
Job category-Php Coder

বিষয়- SQL Date Functions
এটি একটি কঠিন বিষয় যখন আমরা date নিয়ে কাজ করব নির্দিষ্ট ভাবে আমাদের date format জেনে নিতে হবে।আমরা date নিয়ে কাজ করতে গেলে এর কয়েকটি ফরম্যাট আমাদের জানতে হবে।
Now()-বর্তমান সময় এবং তারিখ পাওয়া যাবে
CURDATE()-বর্তমান তারিখ পাওয়া যাবে
CURTIME()-বর্তমান সময় পাওয়া যাবে
EXTRACT()-সময়/তারিখ এর একটি single পার্ট পাওয়া যাবে।
DATEDIFF()-দুটি তারিখের মাঝের সময় নির্ধারণ করবে।
DATE_FORMAT()-ভিন্ন ভিন্ন format এর date/time ডিসপ্লে করবে।
এখন আমরা NOW() কাজে লাগিয়ে একটি টেবিল তৈরি করব। যেকোনো একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করি। SQL window তে গিয়ে নিচের query টি চালনা করি
CREATE TABLE Orders
(
OrderId int NOT NULL,
ProductName varchar(50) NOT NULL,
OrderDate datetime NOT NULL DEFAULT NOW(),
PRIMARY KEY (OrderId)
)
Save বাটন এ ক্লিক করার পর আবার sql window তে গিয়ে নিচের কোড টুকু টাইপ করি
INSERT INTO Orders (ProductName) VALUES ('Jarlsberg Cheese')
এবং রান করলে আমরা নিচের মতন দেখতে পাব
OrderId ProductName OrderDate
1 Jarlsberg Cheese 2015-01-25 13:23:44.657
মানে orderdate সময় এবং তারিখ সহ ইনপুট হয়েছে।একটু যদি লক্ষ্য করি আমরা orderdate এ কোন ডাটা কিন্ত ইনপুট সে অটোমেটিক কম্পিউটার থেকে টাইম ও তারিখ জেনে নিয়ে নিজেই বসিয়েছে। অর্থাৎ যদি
NOW() ব্যবহার করতে চাইলে লিখতে হবে
OrderDate datetime NOT NULL DEFAULT NOW()
CURDATE()ব্যবহার করতে চাইলে লিখতে হবে
OrderDate datetime NOT NULL DEFAULT CURDATE()
CURTIME()ব্যবহার করতে চাইলে লিখতে হবে
OrderDate datetime NOT NULL DEFAULT CURTIME()
SQL QUERY এর মাধ্যমে যদি আমরা date select করে কোন ডাটা বের করতে চাই
তাহলে লিখতে হবে
SELECT NOW(),CURDATE(),CURTIME()
এবং আমরা যে ফলাফল তা পাব
NOW() CURDATE() CURTIME()
2015-01-25 12:45:34 2015-01-25 12:45:34

যদি আমরা দুটি date এর মাঝে difference খুজে পেতে চাই তাহলে ব্যবহার করব
SELECT DATEDIFF('2014-11-30','2014-11-29') AS DiffDate
তাহলে ফলাফল আসবে ১
এখন আসা যাক কিভাবে date format ঠিক করতে হয়
SYNTAX
DATE_FORMAT(date,format)
date ফরম্যাট ঠিক রাখার জন্য আমরা কিছু ফিচার ব্যবহার করতে পারি
%a=সপ্তাহের দিনের নাম
%b=মাসের নাম
%c=মাস numeric
%D=দিন ইংলিশ suffix অনুযায়ী
%d= দিন numeric(00-31)
%e=দিন numeric(0-31)
%H=ঘণ্টা (00-23)
%h=ঘণ্টা (01-12)
%I= ঘণ্টা (01-12)
%i=minutes numeric(00-59)
%M=মাসের নাম
%m=মাসের নাম numeric(01-12)
%p=AM/PM
%s=সেকেন্ড (00-59)
%W=সপ্তাহের নাম
%w=সপ্তাহের নাম numeric(01-07)
%Y=বছর ৪ ডিজিট
%y=বছর ২ ডিজিট
SQL query এর মধ্যে যদি আমরা লিখি
DATE_FORMAT(NOW(),'%b %d %Y %h:%i %p')
DATE_FORMAT(NOW(),'%m-%d-%Y')
DATE_FORMAT(NOW(),'%d %b %y')
DATE_FORMAT(NOW(),'%d %b %Y %T:%f')
তাহলে আমাদের ফলাফল আসবে
Nov 04 2014 11:45 PM
11-04-2014
04 Nov 14
04 Nov 2014 11:45:34:243

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-date-functions/

Leave a Reply