SQL সূচনা: Introduction to SQL

SQL সূচনা:
SQL কি?
উওর: SQL ভাষা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইটের তথ্য পাঠনোর কাজ করতে পারেন। যেমন কোন রেজিস্টেশন পেইজের জন্য SQL ভাষাটা খুবই কাজে লাগে। এ ভাষাটি ব্যবহার করে আপনি নিম্নের কাজ গুলো খুব ভালভাবে করতে পারবেন। চলুন দেখি কি কি কাজ করা যায় SQL ভাষা দিয়ে।
SQL ভাষা দিয়ে ডাটাবেজের সাথে যোগাযোগ করা।
SQL ভাষাটি (American National Standards Institute) থেকে পরিক্ষিত।
SQL ভাষা দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন তা নিম্নে দেয়া হল:
SQL ভাষা দিয়ে আপনি ডটাবেজের সাথে সংযোগ করতে পারেন।
SQL ভাষা দিয়ে ডাটাবেজ থেকে কোন তথ্য নিয়ে অন্য কোন স্থানে ব্যবহার করতে পারেন।
SQL ভাষা দিয়ে কোন তথ্য ডাটাবেজে সংযুক্ত করতে পারেন।
SQL ভাষা দিয়ে কোন তথ্য আপডেট করতে পারেন। যেমন কোন তথ্য ভুল হলে পুনরায় আবার লিখতে পারেন।
SQL ভাষা দিয়ে কোন তথ্য খুব সহজে মুছে ফেলতে পারেন।
SQL ভাষা দিয়ে নতুন কোন ডাটাবেজ তৈরি করতে পারেন।
SQL ভাষা দিয়ে ডটাবেজে তথ্য সংযুক্ত করার পদ্ধতি তৈরি করতে পারেন।
SQL ভাষা দিয়ে ডাটাবেজের তথ্য দেখার কাজ করতে পারেন।যেমন আপনার ডাটাবেজে কি কি তথ্য রেখেছেন তা আপনি দেখতে পারেন।
SQL ভাষা দিয়ে ডাটাবেজের কোন তথ্য টেবিল সহকারে দেখতে পারেন।
যদিও SQL ভাষা (American National Standards Institute) থেকে পরিক্ষিত। কিন্তু তাদের থেকে কিছটা ভিন্ন SQL ভাষা ।
তথাপি তাদের সাথে সব কিছু মিল না থাকলেও শুধু এইটুকু মিল আছে যেমন:( SELECT, UPDATE, DELETE, INSERT, WHERE)। এই গুলো সব ক্ষেত্রেই একই থাকে। এই ভাষা গুলোর কোন পরিবর্ত্ হয় না।
SQL ভাষা আপনার ওয়েব সাইটে খুব সহজে ব্যবহার করতে পারেন।
আপনার ওয়েব সাইট ডাটাবেজের সাথে সংযুক্ত করতে নিম্নে ভাষা গুলো ব্যহার করতে পারেন।
RDBMS ডাটাবেজ তৈরি করতে যা দরকার (MS Access, SQL Server, MySQL)
পিএইচপি বা এএসটি হচ্ছে সার্ভার সাইড ভাষা।
ডাটা পাওয়ার জন্য SQL ভাষা নিতে পারেন।
এছাড়ও ব্যবহার করতে পারেন এইচটিএল বা সিএসএস।

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be-introduction-to-sql/