SQL কি? Introduction to SQL

SQL কি?

SQL কে আমরা Structured Query Language বলি। সাধারণত আমরা একে সংক্ষেপে SQL বলি। এসকিউএল একটি তথ্যভান্ডারের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়। ডেটাবেসের বেশিরভাগ কাজ এসকিউয়েল স্টেটমেন্ট এর দ্বারা করা যায়। ANSI (আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট) মতে, এটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জন্য আদর্শ ভাষা। এসকিউএল স্টেটমেন্ট কোন ডেটাবেস থেকে তথ্য একটি ডাটাবেসের উপর আপডেট করা কর্ম সঞ্চালন।

এসকিউয়েল দিয়ে কি কি করা যায়ঃ

১। নতুন একটা ডেটাবেস তৈরী করা যায়।
২। নতুন টেবিল তৈরী করা যায়।
৩। Query করা যায়।
৪। ডেটাবেস থেকে ডেটা তুলে আনা যায়।
৫। ডেটাবেসে নতুন রেকর্ড ঢুকানো যায়।
৬। রেকর্ড আপডেট করা যায় ইত্যাদি।

কিভাবে আপনার ওয়েব সাইটের এ এসকিউএল ব্যবহার করবেনঃ

কোন ডেটাবেস থেকে তথ্য প্রদর্শন এমন একটি ওয়েব সাইট তৈরি করার জন্য, আপনাকে করতে হবে-

১। একটি RDBMS ডাটাবেস প্রোগ্রাম (অর্থাৎ মাইক্রোসফট এক্সেস, এসকিউএল সার্ভার, মাইএসকিউএল)
২। পিএইচপি বা এএসপি মত একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করা।
৩। HTML / CSS এর ব্যবহার করা।

ধন্যবাদ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-%e0%a6%95%e0%a6%bf-introduction-to-sql/

Leave a Reply