SQL এর NOT NULL এর বাধ্যবাদকতা/Constraints। SQL Not Null Constraint

SQL এর NOT NULL এর বাধ্যবাদকতা।

সার্বিক ভাবে একটি টেবিলের কলামকে NULL বা খালী রাখা যায়।
SQL এর NOT NULL এর বাধ্যবাদকতা ।
NOT NULL এর বাধ্যবাধকতা কলামকে খালী না রাখতে বাধ্য করে বা খালী রাখাকে গ্রহণ করে না।
NOT NULL এর বাধ্যবাধকতা সর্বদা ক্ষেত্রকে কোন না কোন কিছু দিয়ে পরিপূর্ণ করতে হবে। এটার অর্থ এটা যে, তুমি কথন ও ঐ ক্ষেত্রে কোন কিছু দেয়া ব্যতিরেকে নতুন কোন রেকর্ড সংযোগ করা অথবা কোন ধরনের সংশোধন করতে পারবেনা।
নিন্মোক্ত SQL বাধ্য কর P_Id এর কলাম এবং LastName এর কলামে কোন কিছু না দিয়ে NULL বা খালী রাখাকে গ্রহণ করবেনা।

উদাহরণ।
CREATE TABLE PersonsNotNull
(
P_Id int NOT NULL,
LastName varchar(255) NOT NULL,
FirstName varchar(255),
Address varchar(255),
City varchar(255)
)

Permanent link to this article: http://bangla.sitestree.com/sql-%e0%a6%8f%e0%a6%b0-not-null-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%a4%e0%a6%beconstraints%e0%a5%a4-sql-not-null-constraint/

Leave a Reply