সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মেটা ট্যাগ । SEO – Optimized Metatags

রিদওয়ান বিন শামিম।

 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দুটি মেটা  ট্যাগ থাকে, মেটা ডেসক্রিপশন ট্যাগ ও মেটা কীওয়ার্ড ট্যাগ। কিছু কিছু সার্চ ইঞ্জিনে মেটা ডেসক্রিপশন ট্যাগকে সার্চ রেজাল্টে দেখানো হয় কিন্তু মেটা কীওয়ার্ড ট্যাগকে সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। অনেক এসইও এক্সপার্ট  মেটাট্যাগের ধারণা ত্যাগ করতে শুরু করছেন যদিও তারা নিজেদের কিছু সাইটে এখনও এটি ব্যবহার করে থাকেন। গুগলের জন্য মেটা ডেসক্রিপশন ট্যাগ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে (SERPs)  তেমন প্রভাব রাখতে পারে না, তবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে লিস্টিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। ইয়াহু বলে তারা কোন পেজকে রেঙ্কিং করতে  মেটা কীওয়ার্ড ট্যাগ ব্যবহার করে অর্থাৎ, ইয়াহু সহ আরও কিছু সার্চ ইঞ্জিন এখনও মেটা কীওয়ার্ড ট্যাগ ব্যবহার করে থাকে। কোন ওয়েব পেজের হেড সেকশনে নিচের কোড মেটা ট্যাগের জন্য আমরা ব্যবহার করতে পারি।


KEYPHRASE1 etc.          about 30 to 40 unique words">
<meta name="description"   content="An accurate, keyword-rich description    about 150 characters">

মেটা ডেসক্রিপশন ট্যাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল, মেটা ডেসক্রিপশন ট্যাগে কীওয়ার্ড ব্যবহার করা উচিৎ। কোন শব্দ বেশি রিপিট করা উচিৎ নয়, কিন্তু multiplesyntaxes কীওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায়। একক কোন ওয়েবপেজে ডেসক্রিপশন মেটাট্যাগে  ১৫০ এর বেশি ক্যারেকটার ব্যবহার করা উচিৎ নয়। প্রতি পেজের জন্য আলাদা মেটা ডেসক্রিপশন ট্যাগ ব্যবহার করা উচিৎ কারণ ভাল টাইটেল ও বর্ণনা আপনার সাইটটিকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। মেটা কীওয়ার্ড ট্যাগের জন্য সিনোনেম ও ইউনিক কীওয়ার্ড  ব্যবহার করা উচিৎ, একই ফ্রেজ বারবার ব্যবহার করার দরকার নেই তবে ভিন্ন ফ্রেজের জন্য একই শব্দ একাধিকবার ব্যবহার করা যেতে পারে।  এগুলো ছাড়াও রোবট মেটাট্যাগ নামের আরেকটি ট্যাগ আছে যা এরকম দেখায়ঃএধরনের ট্যাগ দ্বারা আপনি কোন পেজকে ইনডেক্স আকারে না চাইলে  রোবট বা স্পাইডারকে আপনি বলতে পারেন যে আপনি কোন পেজকে ইনডেক্স আকারে চান না। বা লিঙ্ক ফলোইন না চাইলে সেটিও বলতে পারেন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b6-4/