সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ অপটিমাইজড এঙ্কর । SEO – Optimized Anchor

রিদওয়ান বিন শামিম

 

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্ত টেক্সট লিঙ্কে বর্ণনামূলক এঙ্কর টেক্সট ব্যবহার করা উচিৎ। বেশিরভাগ সার্চ ইঞ্জিন এঙ্কর টেক্সটকে সম্ভাব্য লিঙ্ক হিসাবে দেখে। এঙ্করের একটি উদাহরণ হলঃ


<a href="otherpage.htm" title="Anchor Title">Anchor Text</a>

এঙ্করের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হল

  • এঙ্কর খুব গুরুত্বপূর্ণ তাই ভাল কীওয়ার্ড ব্যবহার করা উচিৎ।
  • এঙ্কর টাইটেল দর্শকের কাছে balloon ব্যবহার করার সুযোগ দেয় ও লিখিত টেক্সট দৃশ্যমান করে তুলে।
  • এঙ্কর টেক্সট সাবধানে নির্বাচন করা উচিৎ এটি শুধু সার্চ ইঞ্জিন নয় ন্যাভিগেশনের জন্যও গুরুত্বপূর্ণ।
  • otherpage.htm অন্য কোন পেজে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। এটি অন্য কোন সাইটে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আর এজন্যই মনে রাখতে হবে, সেই সাইটটি যেন ঠিক থাকে, নাহলে ব্রোকেন লিঙ্ক হয়ে যাবে, যা সার্চ ইঞ্জিনের রেঙ্কিং এর জন্য খারাপ হতে পারে। এই কোডটি

<a href="otherpage.htm" title="Anchor Title">
<img src="image.gif" alt="keywords" />
</a>

এক ধরণের কোড যেখানে এঙ্কর টেক্সটের বদলে ইমেজ ব্যবহার করা হয়, এক্ষেত্রে অল্ট ট্যাগ (alt tag) খুব সাবধানে ব্যবহার করা হয়। এই অল্ট ট্যাগে কী ওয়ার্ডও খুব সাবধানে ব্যবহার করা উচিৎ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b6-5/