multiple Mysql query ব্যবহার করে পিএইচপি দিয়ে ডাটাবেস টেবিল এ অধিক ডাটা একসাথে অ্যাড করা যায়. PHP Insert Multiple Records Into MySQL

নাম-শরিফুল ইসলাম
Job category-Php Coder
Email-bappiislam1988@gmail.com
Mob-01722806467
বিষয়- PHP Insert Multiple Records Into
multiple Mysql query ব্যবহার করে পিএইচপি দিয়ে ডাটাবেস টেবিল এ অধিক ডাটা একসাথে অ্যাড করা যায়

পিএইচপি ব্যবহার করে ফলাফল
< ?php $servername = "localhost";/*mysql এর সার্ভার নাম*/ $username = "username";/*ইউজার নাম*/ $password = "password";/*পাসওয়ার্ড*/ $dbname = "myDB";/*তৈরিকৃত ডাটাবেসের নাম*/ // mysql এর সাথে সঠিক কানেকশন তৈরি করা $conn = new mysqli($servername, $username, $password, $dbname); //কানেকশন চেক করা if ($conn->connect_error) {
die("Connection failed: " . $conn->connect_error);
}
/*প্রধান SQL query ডাটাবেস এ ডাটা যোগ করার জন্য প্রথমে টেবিল এর নাম উল্লেখ করা হয়েছে এরপর ব্র্যাকেটের মধ্যে কলাম এর নাম উল্লেখ করা হয়েছে পরবর্তী ব্রাকেট এর মধ্যে data গুলো যোগ করতে হবে এই নির্দেশ দেয়া হয়েছে*/
$sql = "INSERT INTO MyGuests (firstname, lastname, email)
VALUES ('John', 'Doe', 'john@example.com');";
$sql .= "INSERT INTO MyGuests (firstname, lastname, email)
VALUES ('Mary', 'Moe', 'mary@example.com');";
$sql .= "INSERT INTO MyGuests (firstname, lastname, email)
VALUES ('Julie', 'Dooley', 'julie@example.com')";
if ($conn-> multi_query ($sql) === TRUE)
/query যদি ঠিকঠাক মতন হয়ে থকে তাহলে সফল বার্তা দেখাবে/
{
echo "New record created successfully";
} else
/*তা না হলে বিফল বার্তা দেখাবে* /
{
echo "Error: " . $sql . "
" . $conn->error;
}

$conn->close();/*কানেকশন বন্ধ করা হবে*/
?>

Permanent link to this article: http://bangla.sitestree.com/multiple-mysql-query-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf/