MongoDB Sort Documents . MongoDB ডকুমেন্ট বাছাই

MongoDB ডকুমেন্ট বাছাই
নয়ন চন্দ্র দত্ত

sort() পদ্ধতি
MongoDB ডকুমেন্ট বাছাই করতে হলে আপনাকে sort() পদ্ধতি ব্যবহার করতে হবে। ক্ষেত্র তালিকা ধারণকারী এবং তাদের বাছাই ক্রমের সঙ্গে, sort() পদ্ধতি ডকুমেন্ট গ্রহণ করে।
বাছাই প্রক্রিয়া উল্লেখ করার জন্য 1 এবং -1 ব্যবহৃত হয়। 1 ক্রম ঊর্ধ্বগামীতার জন্য ব্যবহার করা হয় যখন -1 অধোগামীর জন্য ব্যবহৃত হয়।

সিনট্যাক্সঃ
sort() পদ্ধতির বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

>db.COLLECTION_NAME.find().sort({KEY:1})

উদাহরণঃ
কালেকশন myycol এ নিম্নলিখিত তথ্য আছে বিবেচনা করিঃ

{ "_id" : ObjectId(5983548781331adf45ec5), "title":"MongoDB Overview"}
{ "_id" : ObjectId(5983548781331adf45ec6), "title":"NoSQL Overview"}
{ "_id" : ObjectId(5983548781331adf45ec7), "title":"Tutorials Point Overview"}

উপরের উদাহরণটিতে অধোগামীতায় টাইটেল হিসেবে ডকুমেন্ট প্রদর্শন করবেঃ

>db.mycol.find({},{"title":1,_id:0}).sort({"title":-1})
{"title":"Tutorials Point Overview"}
{"title":"NoSQL Overview"}
{"title":"MongoDB Overview"}
>

দয়া করে মনে রাখবেন, আপনি যদি বাছাই প্রক্রিয়া উল্লেখ না করেন তাহলে sort() পদ্ধতি ক্রম ঊর্ধ্বগামী হিসেবে ডকুমেন্ট প্রদর্শন করবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/mongodb-sort-documents/