জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নটেশন টিউটোরিয়াল (JSON Tutorial)

JSON টিউটোরিয়াল

আদনান নাহিদ
সরকারি তিতুমির কলেজ

 

  • JSON: জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নটেশন (JavaScript Object Notation)।
  • JSON হল তথ্য সংরক্ষণ এবং তথ্য আদান প্রদানের জন্য একটি শব্দবিন্যাস ।
  • JSON XML এ ব্যবহারের একটি সহজতম বিকল্প ।

 

নিম্নলিখিত JSON উদাহরণটি কর্মচারীদের লক্ষ্য নির্ধারণ করে,, একটি অ্যারের সাথে ৩ জন কর্মচারীর রেকর্ড দেয়া হল :
JSON উদাহরণ


{"employees":[
      {"firstName":"John", "lastName":"Doe"},
      {"firstName":"Anna", "lastName":"Smith"},
      {"firstName":"Peter", "lastName":"Jones"}
]}

 

নিম্নলিখিত XML উদাহরণটিও 3 কর্মচারীর সাথে কর্মীদের লক্ষ্য রেকর্ড নির্ধারণ করে ।
এক্সএমএল উদাহরণ


<employees>
     <employee>
         <firstName>John</firstName> <lastName>Doe</lastName>
     </employee>
     <employee>
         <firstName>Anna</firstName> <lastName>Smith</lastName>
     </employee>
     <employee>
         <firstName>Peter</firstName> <lastName>Jones</lastName>
     </employee>
 </employees>

JSON কি?

• JSON জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নটেশনকে ভিত্তি করে গড়ে ওঠে ।
• JSON একটি লাইটওয়েট তথ্য-ইন্টারচেঞ্জ ফরম্যাট ।
• JSON একটি স্বাধীন ভাষা ।
• JSON একটি "স্ব-বর্ণনা" এবং বুঝতে সহজ ।
* JSON জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ব্যবহার করে, কিন্তু JSON বিন্যাস শুধু লিখিত, যেমন XML । প্রোগ্রামিং ভাষা দ্বারা এই লেখাগুলো পড়া যায় ডাটা ফরম্যাট হিসাবে ব্যবহার করা যাব ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/json-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-json-tutorial-home/

Leave a Reply