JQuery Introduction : JQuery শুরুর কথা

JQuery Introduction : JQuery শুরুর কথা : Partially edited by Sayed Ahmed

আপনার jQuery সম্পর্কে জানার আগে কয়েকটি মৌলিক জ্ঞান থাকতে হবেঃ
এইচটিএমএল
সিএসএস
জাভাস্ক্রিপ্ট

JQuery কি?

JQuery একটি লাইটওয়েট, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। JQuery এর উদ্দেশ্য হচ্ছে সহজভাবে আপনার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা। JQuery দ্বারা অনেকটা একই ধরনের কাজ করা হয়, যে পদ্ধতিটি হল জাভাস্ক্রিপ্ট এর অনেকগুলো লাইন কোড আকারে সাজিয়ে সেগুলোকে একটিমাত্র লাইনের কোডে বসানোর পদ্ধতি।
JQuery হল জাভাস্ক্রিপ্ট, AJAX ও DOM দক্ষতার সাথে ব্যবহার এর জটিল বিষয়সমূহকে আরও অনেক সহজসাধ্য করা।

JQuery লাইব্রেরি এর নিম্নলিখিত আরও কিছু বৈশিষ্ট্য রয়েছেঃ
এইচটিএমএল / DOM ম্যানিপুলেশন
সিএসএস এর ম্যানিপুলেশন
এইচটিএমএল ঘটনা পদ্ধতি
ইফেক্ট এবং অ্যানিমেশন
AJAX এর
ইউটিলিটি

কেন JQuery?
আরও অন্যান্য অনেক জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস বা অবকাঠামো রয়েছে কিন্তু JQuery বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বাড়তি সুবিধাজনক মনে হয়। অনেক বড় বড় জনপ্রিয় কোম্পানির ওয়েবসাইটে JQuery ব্যবহার করে থাকে। যেমন-
গুগল
মাইক্রোসফট
আইবিএম
Netflix
ইতাদি আরও সাইট রয়েছে…

এখন প্রশ্ন JQuery এর সব ব্রাউজারে কাজ করবে?
JQuery ইন্টারনেট এক্সপ্লোরার 6 সহ সব প্রধান ব্রাউজারগুলোতে ঠিকভাবে কাজ করবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/jquery-introduction-jquery-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-2/