জাভাস্ক্রিপ্ট While Loop

মোঃ আব্দুল্লাহ

 

যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট বিবৃতি সত্য ততক্ষণ পর্যন্ত লুপ একটি কোডের ব্লক পরিচালনা করতে পারে।

Syntax


while (condition বা চলক ) {
         আপনার কোড
 }

উদাহরণ
নিম্নের উদাহরণে যতক্ষণ পর্যন্ত চলকের মান (এই ক্ষেত্রে i এর মান) ১০ এর কম, কোডের লুপটি চলতে থাকবে ।


while (i < 10) {
    text += "The number is " + i;
    i++;
}

 

উল্লেখ্য যে, যদি কখনও ভুল করে চলকের মান বৃদ্ধি না করা হয় তবে লুপটি কখনই শেষ হবে না এবং প্রোগ্রামটি ক্রাশ করবে ।

 

The Do/While Loop

Do/While লুপ হল একটি চলক লুপ। এই লুপটি একবার বিবৃতিটির সত্যতা যাচাই করে ব্লকটি পরিচালনা করবে, এরপর লুপটি যতক্ষণ পর্যন্ত বিবৃতিটির সত্য ততক্ষণ পর্যন্ত লুপটি বারবার পরিচালনা করবে।
Syntax


do {
    code block to be executed
}
while (condition);

 

 

উদাহরণ
নিম্নের উদাহরণটি একটি ডু /হয়াইল লুপ। এই লুপটি সর্বদা একবার পরিচালিত হবে যদিও বিবৃতিটি ভুল হয়, কারন বিবৃতি যাচাই এর আগেই কোডের ব্লকটি পরিচালিত হয়।


do {
    text += "The number is " + i;
    i++;
}
while (i < 10);

 

উল্লেখ্য যে, চলকের মান বৃদ্ধির কথা ভুলে গেলে হবে না, নাহলে লুপটি কখনই শেষ হবে না।

 

For এবং While এর মধ্যে তুলনা

তুমি যদি লুপ সম্পর্কে আগের অধ্যায়টি পড়ে থাকো তবে তুমি জানতে পারবে যে হয়াইল লুপ ও ফর লুপ প্রাই একই, শুধু ১ ও ৩ নং বিবৃতি বাদে।

নিম্নের উদাহরণে ফর লুপ ব্যবহার করে cars নামক array থেকে গাড়ির নাম খুজে বের করা হয়েছে ।


var cars = ["BMW", "Volvo", "Saab", "Ford"];
var i = 0;
var text = "";

for (;cars[i];) {
    text += cars[i] + "<br>";
    i++;
}

 

নিম্নে হয়াইল লুপের একটি উদাহরণ যা cars নামক array থেকে গাড়ির নাম খুজে বের করার জন্য ব্যবহ্রত হয়েছে ।


var cars = ["BMW", "Volvo", "Saab", "Ford"];
var i = 0;
var text = "";

while (cars[i]) {
    text += cars[i] + "<br>";
    i++;
}

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/javascript-while-loop/