জাভাস্ক্রিপ্ট If…Else বিবৃতি (JavaScript If…Else Statements)

শরিফুল ইসলাম
Job category-Php Coder

Conditional statement ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন কোড পারফর্ম করার জন্য।

 

শর্তাধীন বিবৃতি

প্রায় আমরা যখন কোড লিখি তাতে আমরা ভিন্ন ভিন্ন শর্ত জুড়ে দেই যাতে সে শর্ত অনুযায়ী কাজ করতে পারে। এই statement ব্যবহার করার নিয়মগুলি নিচে দেওয়া হল

  • If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয়,
  • else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,
  • Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়,
  • অনেকগুলো আলটারনেটিভ ব্লক কোড থেকে সঠিক কোড গণনা করার জন্য switch ব্যবহার করা হয়।

 

 

If statement syntax

If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয় ,


if (condition) {
    block of code to be executed if the condition is true
}

 

যদি if এর বদলে IF (বড় হাতের লেটার) ব্যবহার করা হয় তাহলে এরর আসবে

উদাহরণ

যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে ডিসপ্লে করবে good day


if (hour < 18) {
    greeting = "Good day";
}

 

ফলাফল


Good day


 

Else statement

else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,


if (condition) {
    block of code to be executed if the condition is true
} else {
    block of code to be executed if the condition is false
}

 

উদাহরণ

যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে দেখাবে good day এবং যদি তা না হয় তাহলে দেখাবে good evening


if (hour < 18) {
greeting = "Good day";
} else {
greeting = "Good evening";
}


 

ফলাফল


Good day


 

Else if statement

Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়
Syntax


if (condition1) {
    block of code to be executed if condition1 is true
} else if (condition2) {
    block of code to be executed if the condition1 is false and condition2 is true
} else {
    block of code to be executed if the condition1 is false and condition2 is false
}

 

উদাহরণ

যদি সময় ১০ থেকে কম হয় তাহলে দেখাবে good morning ,যদি ২০ থেকে কম হয় তাহলে দেখাবে good day ,যদি তা না হয় তাহলে দেখাবে good evening


if (time < 10) {
    greeting = "Good morning";
} else if (time < 20) {
    greeting = "Good day";
} else {
    greeting = "Good evening";
}

 

ফলাফল


Good day


 

Permanent link to this article: http://bangla.sitestree.com/javascript-if-else-statements/