HTML দ্বারা কিভাবে ডকুমেন্টসকে প্যারাগ্রাফ আকারে লেখা যায় । HTML and Paragraph

HTML দ্বারা কিভাবে ডকুমেন্টসকে প্যারাগ্রাফ আকারে লেখা যায় । লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো HTML দ্বারা কিভাবে ডকুমেন্টসকে প্যারাগ্রাফ আকারে লেখা যায় ।

HTML প্যারাগ্রাফঃ
HLML <p> দ্বারা সাধারণত কোনো প্যারাগ্রাফ নির্দেশ করা হয় ।

উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারিঃ
<p>এটা একটা প্যারাগ্রাফ</p>
<p>এটা আরেকটা প্যারাগ্রাফ</p>

এভাবে লিখে চেষ্টা করুন ।

HTML ডিসপ্লেঃ
আমরা সাধারণত বুঝতে পারিনা HTML কিভাবে দেখাচ্ছে ।
বড় অথবা ছোট স্ক্রীন এবং মানানসই স্ক্রীনে ডিফারেন্ট ফলাফল দেখায় ।
HTML এ আপনি অতিরিক্ত ফাঁকা অথবা অতিরিক্ত লাইন যোগ করে আপনি আউটপুট পরিবর্তন করতে পারবেন না ।
কারণ, ব্রাউজার অতিরিক্ত ফাঁকা অথবা অতিরিক্ত লাইন বাদ দিয়ে আপনাকে ফলাফল দেখিয়ে থাকে । অতিরিক্ত ফাঁকা অথবা অতিরিক্ত লাইন কে ব্রাউজার একটি মাত্র স্পেস হিসেবে দেখায় ।

উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি নিম্নরূপেঃ

Example
<p>
This paragraph
contains a lot of lines
in the source code,
but the browser
ignores it.
</p>

<p>
This paragraph
contains a lot of spaces
in the source code,
but the browser
ignores it.
</p>

উপরের দুইটি উদাহরণ লিখে দেখবেন ফলাফল একই দেখাবে । তাই স্পেস অথবা লাইন বেশি দিয়েও লাভ নেই ।
আর হ্যা, এখানে </p> হলো HTML এর শেষ ট্যাগ । এটা দিতে একদম ভুলে গেলে চলবে না কিন্তু ।

HTML লাইন ব্রেক এর ব্যবহারঃ
<br> দিয়ে একটা লাইন ব্রেক বুঝানো হয় ।
উদাহরণ হিসেবে বলতে পারিঃ
<p>This is<br>a para<br>graph with line breaks</p>

এভাবে আপনি HTML লাইন ব্রেক দিতে পারলেন । কিন্তু কবিতা লেখার সময় আপনাকে কিন্তু এভাবে লিখলে হবে না । তখন আপনাকে <pre> ট্যাগ ব্যবহার করতে হবে ।
উদাহরণ হিসেবে দেখাতে পারিঃ

<p>This will display as a poem:</p>

<pre>

My Bonnie lies over the ocean.

My Bonnie lies over the sea.

My Bonnie lies over the ocean.

Oh, bring back my Bonnie to me.

</pre>

একটা কবিতা লিখে এভাবে HTML এর ভাষায় লিখেই দেখেন না ।

এভাবে আপনি HTML লিখে প্রাকটিস করতে থাকুন। আর আপনি এটা নোটপ্যাড প্লাস দিয়ে লিখে .html ফরমেটে সেভ করে আপনার ব্রাউজার দিয়ে ওপেন করে দেখতে পারেন কেমন হল । আর না বুঝলে আমি তো আছিই ।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/html-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8/