HTML এর প্রথমিক কিছু বিষয়

HTML এর প্রথমিক কিছু বিষয়

 

HTML Documents(নথি):

<!DOCTYPE html> লেখার মধ্য দিয়ে সব ধরণের HTML document শুরু হয়।<html> tag লেখার মাধ্যমে শুরু এবং </html> tag লেখার মাধ্যমে শেষ হয়।<body> এবং </body> tag এর মাঝখানে HTML Document এর দৃশ্যমান অংশটুকু অবস্থান করে।

উদাহরণস্বরূপঃ

<!DOCTYPE html>

<html>

<body>

<h1> আমার প্রথম শিরোনাম </h1>

<p> আমার প্রথম অনুচ্ছেদ <p>

</body>

<html>

 

 

HTML Headings(শিরোনাম):

<h1> থেকে <h6> tag দিয়ে HTML এর Heading কে বিশেষায়িত করা হয়।

উদাহরণঃ

<h1> এই হল একটি শিরোনাম </h1>

<h2> এই হল একটি শিরোনাম </h2>

<h3> এই হল একটি শিরোনাম </h3>

HTML Paragraphs(অনুচ্ছেদ):

<p> tag এর মধ্য দিয়ে HTML এর Paragraph কে তুলে ধরা হয়।

উদাহরণঃ

<p> এই হল একটি অনুচ্ছেদ <p>

 

HTML Links(সংযোগ):

<a> tag এর মধ্য দিয়ে HTML Link কে তুলে ধরা হয়।

উদাহরণস্বরূপঃ

<a herf =http://www.salearningschool.com>

This is a link </a>

এখানে (herf )attribute টি ব্যবহৃত হয়েছে link Address কে চিহ্নিত করার জন্য।এই attribute গুলো HTML elements এর অতিরিক্ত তথ্য সরবারহ করার জন্য ব্যবহৃত হয়।

 

HTML Images(চিত্র):

<img> tag এর মাধ্যমে HTML image কে প্রকাশ করা হয়।যার source file হিসেবে (src), alternative text হিসেবে (alt) এবং size প্রকাশ করতে (width এবং height) attribute ব্যবহার করা হয়।

উদাহরণস্বরূপঃ

<img src = “salearningschools.jpg” alt= ”salearningschool.com” width= “104” height= “ 142”>

আপনারা পরবর্তী অধ্যায়ে attribute সম্পর্কে আরও জানবেন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/html-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f/