DNN মডিউল তৈরীর সরঞ্জাম (Tools to develop Modules for DNN)

DNN এর পূর্ন রুপ হচ্ছে ডটনেট নিঊক।

DNN এর মডিউল তৈরী  করা যেতে পারে অনেক গুলো সরঞ্জাম দিয়ে। এবং তার মধ্যে সব থেকে সাধারন সরঞ্জাম/Tool হচ্ছে ভিজুয়াল স্টুডিও ২০১০ এবং ২০১২।

মডিউল তৈরী করার প্রথম ধাপ হলো মডিউল তৈরীর সবরকম পরিবেশ প্রস্তত করে রাখা। সে জন্য আপনাকে মডিউল তৈরীর টেমপ্লেট ইনস্টল করতে হবে। এবং এটা ইনস্টলের মাধ্যমে আপনি একটা মডিউল প্রকল্প/project তৈরি প্রক্রিয়ার মধ্যে যেতে পারেন।

এটা একটা খুব ই সাধারন ঘটনা যে মডিউল কিছু বাছাই করা SQL স্ক্রিপ্ট সরবরাহ করে ডাটা রাখার জন্য, তাই সাধারন ভাবেই মডিউলের থাকতে হয় নিজস্ব টেবিল যেখানে ডাটা স্টোর করে রাখা হয়।

মডিউল উন্নয়নের/তৈরীর  জন্য দ্বিতীয় ধাপে আপনার যে সকল সফটওয়্যার লাগবে তা নিম্ন দেওয়া হলো

  1. ভিজুয়াল স্টুডিও
  2. SQL Server
  3. IIS
  4. ReShaper
  5. Core API Help File

 

ভিজুয়াল স্টুডিও

ভিজুয়াল স্টুডিও একটি মাইক্রোসফটের এপ্লিকেসন উন্নয়ন সফটওয়্যার । এবং এই সফটওয়্যার সব থেকে বেশি ব্যবহার করা হয় মডিউল উন্নয়নের জন্য। ভিজুয়াল স্টুডিও
প্রধানত ব্যবহার করা হয় মডিউলের কোড পরিচালনা/Execute করতে, কম্পাইল করতে এবং ডিবাগ করতে।

SQL Server

SQL Server হলো মাক্রোসফটের ডাটাবেজ সফটওয়্যার ।এটা ও একটি সফটওয়্যার যেটি মডিউল উন্নয়নের
জন্য  ব্যবহার করা হয়।SQL Server ডাটাকে স্টোর করে রাখার জন্য ও ব্যবহার করা হয়।
এটা সত্য যে আপনি SQL সরাসরি যোগাযোগ না করে ও মডিউল উন্নয়ন করতে পারবেন

IIS

IIS এর পূর্ন রুপ হচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সারভিসেস।সাধারনত উইন্ডোজ চালিত কম্পিউটারে IIS. সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার কারীদের ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান করার জন্য।

ReShaper

ReShaper একটি সফটওয়্যার  যেটা ভিজুয়াল স্টুডিও এর সাথে  ব্যবহার করা হয় । এটা খুব দরকারি নয় যে মডিউল উন্নয়নের জন্য ReShaper ব্যবহার করতেই হবে।তবে মডিউল উন্নয়নের/তৈরীর বিশেষ সাহায্যকারী রুপে ব্যবহার করা হয় ReShaper।

Core API Help File

API এর পূর্ন রুপ হচ্ছে Application Programming Interface. সব সময় DNN এর একটি নতুন সংস্করণ এর সাথে একটি নতুন কোর এপিআই এবং একটি হেল্প ফাইল প্রকাশিত হয় কোডপ্লেক্সে।

কোর এপি আই ফাইলের একটি সার্চ ফিচার আছে।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/dnn-%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae-%e0%a5%a4-tools-to-develop-modules-for-d/

Leave a Reply