বুটস্ট্র্যাপ গ্রিড – মধ্যম ডিভাইস । Bootstrap Grid – Medium Devices

পূর্ববর্তী অধ্যায়ে আমরা ছোট ডিভাইসের জন্য Class সহ একটি Grid এর উদাহরন দেখিয়েছিলাম।

আমরা সেখানে দুইটি divs (কলাম ) ব্যবহার করেছিলাম এবুং আমরা সেখানে 25%/75% এর বিভক্তি দেখিয়েছি।


<div class="col-sm-3">....</div>
<div class="col-sm-9">....</div>

 

কিন্তু মাঝারি ডিভাইসের জন্য সব থেকে ভাল হবে যদি 50%/50% ব্যবহার করা হয়।

নির্দেশনাঃ মাঝারি রকমের ডিভাইসের Screen সাইজ সাধারণত 992 pixels থেকে 1199 pixels হয়ে থাকে ।

মাঝারি ডিভাইসের জন্য আমরা .col-md-* classes ব্যবহার করব।

এখন আমরা Medium Device এর জন্য কলাম এর বিস্তার ব্যবহার করা দেখবঃ


<div class="col-sm-3 col-md-6">....</div>
<div class="col-sm-9 col-md-6">....</div>

 

এখন Bootstrap এর মতে বলা যায়, Small সাইজের জন্য খেয়াল কর আমরা -sm- class ব্যবহার করেছি। Medium সাইজের জন্য খেয়াল কর আমরা -md- class ব্যবহার করেছি।

নিচের উদাহরন Small Device এর জন্য 25%/75% Split ফলাফল প্রদর্শন করবে আর। Medium Device এর জন্য 50%/50% Split ফলাফল প্রদর্শন করবেঃ

উদাহরনঃ


<div class="container-fluid">
  <h1>Hello World!</h1>
  <div class="row">
    <div class="col-sm-3 col-md-6" style="background-color:lavender;">
      <p>Lorem ipsum...</p>
    </div>
    <div class="col-sm-9 col-md-6" style="background-color:lavenderblush;">
      <p>Sed ut perspiciatis...</p>
    </div>
  </div>
</div>

ফলাফল : ছোট ও মাঝারি ডিভাইস

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/bootstrap-grid-medium-devices/