ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ৮]:: ASP.NET Web Forms দিয়ে পুশ বাটন বানানো

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ৮]:: ASP.NET Web Forms দিয়ে পুশ বাটন বানানো
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

আগের পর্বে আমরা শিখছিলাম ASP.NET Web Forms দিয়ে TextBox বানানো । আর এই পর্বে আমরা দেখবো ASP.NET Web Forms দিয়ে কিভাবে পুশ বাটন বানানো যায় ।

বাটন কনট্রোল
বাটন কনট্রোল হলো একটি পুশ বাটন দেখানো । পুশ বাটন হলো একটি সাবমিট বাটন অথবা একটি কমান্ড বাটন তৈরী করা । ডিফল্টভাবে একে সাবমিট বাটন বলে ।
সাবমিট বাটনের কোনো কমান্ড নাম থাকে না এবং এটা ক্লিক করা হলে সার্ভারের পরের পেজে নিয়ে যেতে সাহায্য করে । যখন বাটনটা ক্লিক করা হয় তখন ইভেন্ট হ্যান্ডেলার তার কাজের পারফরমেন্স দেখাতে সক্ষম হয় ।

কিন্তু কমান্ড বাটনের একটা কমান্ড নাম থাকে এবং এটা একটা পেজে অনেকগুলো বাটন তৈরিতে সাহায্য করে থাকে ।

আসুন একটা উদাহরণের সাহায্যে বুঝে নেই ।

<html>
<body>

<form runat=”server”>
<asp:Button id=”b1″ Text=”Submit” runat=”server” />
form>

</body>
</html>

পুশ বাটনে স্ক্রিপ্ট যোগ করা
সাধারণত বাটনে ক্লিক করে ফর্ম সাবমিট করা হয় । আসুন তাহলে এবার একটা বাটনে একটি TextBox কন্ট্রোল, একটি বাটন কন্ট্রোল এবং একটি লেবেল কন্ট্রোল যোগ করা হলে স্ক্রিপ্টটি কেমন দেখায় ।

<script runat=”server”>
Sub submit(sender As Object, e As EventArgs)
lbl1.Text=”Your name is ” & txt1.Text
End Sub
</script>

<html>
<body>

<form runat=”server”>
Enter your name:
<asp:TextBox id=”txt1″ runat=”server” />
<asp:Button OnClick=”submit” Text=”Submit” runat=”server” />
<p><asp:Label id=”lbl1″ runat=”server” /></p>
</form>

</body>
</html>

উপরের কোড দুটো ভালভাবে খেয়াল করলে আমরা আসল পার্থক্য বুঝতে পারবো । এটার সাথে আগের TextBox বানানোর সময় আমরা যেমন স্ক্রিপ্ট যোগ করছিলাম তার সাথে অনেক মিল আছে । তাই একটু চেষ্টা করলেই সব ভালভাবে শিখে ফেলতে পারবেন ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/asp-net-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%83-%e0%a7%ae-asp-net-web-forms-%e0%a6%a6%e0%a6%bf/