ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ৭]:: ASP.NET Web Forms দিয়ে TextBox বানানো

ASP.NET টিউটোরিয়াল :[পর্বঃ ৭]:: ASP.NET Web Forms দিয়ে TextBox বানানো
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

আমরা চাই আমাদের সাইটে একটা TextBox থাকুক যেখানে আমাদের ইউজাররা তাদের প্রশ্ন অথবা কোনো সমস্যা আমাদেরকে টেক্স আকারে মেসেজ করতে পারে । তাই আজকে আমরা শিখবো ASP.NET Web Forms দিয়ে TextBox কনট্রোল করে কিভাবে TextBox বানানো যায় ।

TextBox কনট্রোল কি?
TextBox কনট্রোল হলো একটি TextBox তৈরী করা যার সাহায্যে ইউজাররা টেক্সট পাঠাতে পারে । TextBox কনট্রোল এর জন্য আপনাকে কিছু এট্রিবিউট এবং প্রোপার্টিজ ব্যবহার করতে হবে । আসুন একটা কোডের উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন ।

<html>
<body>

<form runat=”server”>

A basic TextBox:
<asp:TextBox id=”tb1″ runat=”server” />
<br /><br />

A password TextBox:
<asp:TextBox id=”tb2″ TextMode=”password” runat=”server” />
<br /><br />

A TextBox with text:
<asp:TextBox id=”tb4″ Text=”Hello World!” runat=”server” />
<br /><br />

A multiline TextBox:
<asp:TextBox id=”tb3″ TextMode=”multiline” runat=”server” />
<br /><br />

A TextBox with height:
<asp:TextBox id=”tb6″ rows=”5″ TextMode=”multiline”
runat=”server” />
<br /><br />

A TextBox with width:
<asp:TextBox id=”tb5″ columns=”30″ runat=”server” />

form>

</body>
</html>

এই কোডটা একটু ভালভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন ।

স্ক্রিপ্ট যোগ করা
আমরা চাইলে এই TextBox এর ভিতরে অনেকগুলো স্ক্রিপ্ট যোগ করতে পারি । আসুন তাহলে আর ভিতর একটি TextBox কন্ট্রোল, একটি বাটন কন্ট্রোল এবং একটি লেবেল কন্ট্রোল যোগ করতে চাইলে স্ক্রিপ্টটা কেমন হবে ।

<script runat=”server”>
Sub submit(sender As Object, e As EventArgs)
lbl1.Text=”Your name is ” & txt1.Text
End Sub
</script>

<html>
<body>

<form runat=”server”>
Enter your name:
<asp:TextBox id=”txt1″ runat=”server” />
<asp:Button OnClick=”submit” Text=”Submit” runat=”server” />
<p><asp:Label id=”lbl1″ runat=”server” /></p>
</form>

</body>
</html>

এই স্ক্রিপ্টের ভিতর একটি TextBox কন্ট্রোল, একটি বাটন কন্ট্রোল এবং একটি লেবেল কন্ট্রোল যোগ করা আছে । আপনি কোডগুলো ভালভাবে দেখলে বুঝতে পারবেন ।

এবার আসুন তাইলে শুধু একটি TextBox কন্ট্রোল এবং একটি লেবেল কন্ট্রোল যোগ করলে স্ক্রিপ্টটা কেমন হবে ।

<script runat=”server”>
Sub change(sender As Object, e As EventArgs)
lbl1.Text=”You changed text to ” & txt1.Text
End Sub
</script>

<html>
<body>

<form runat=”server”>
Enter your name:
<asp:TextBox id=”txt1″ runat=”server”
text=”Hello World!”
ontextchanged=”change” autopostback=”true”/>
<p><asp:Label id=”lbl1″ runat=”server” /></p>
</form>

</body>
</html>

আপনি যখন এই .aspx ফাইলের TextBox মান পরিবর্তন করবেন অথবা TextBox এর বাইরে ক্লিক করবেন অথবা Tab key চাপবেন তখন এই সাবরুটিনের মানগুলো সম্পাদন করে দেখাবে ।

উপরের উদাহরণ দুটো একটু ভালভাবে খেয়াল করলে আমাদের কোডগুলো বুঝতে হবে । তাই একটু সময় বেশি নিয়ে ভালভাবে চর্চা করতে থাকুন ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/asp-net-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%83-%e0%a7%ad-asp-net-web-forms-%e0%a6%a6%e0%a6%bf/