AngularJS এর performance উন্নতি

http://sitestree.com/performance-improvement-of-angularjs-applications-writing-robust-angulajs-applications/
Paste written translation here
AngularJS এর performance উন্নতি
Application: জোরালো AngulaJS application লেখা।
Md. Shahinoor IslamAngularJS এর performance উন্নতি, Application: জোরালো AngulaJS application লেখা।
মুলত আপনার যোগ্যতা পরিমাপ করতে হবে এবং ফলাফলের উপর কৌশল প্রয়োগ করে আবেদন করতে হবে।
আপনার জানাটা ভুল হতে পারে যদি আপনি এটা বাস্তব জীবনে প্রয়োগ না করেন। তাছাড়া যোগ্যতার পরিক্ষায় real অথবা simple Data আপনাকে সাহায্য করতে পারে এটি Application এর উপর নির্ভর করে।এটা ঠিক যে, আমার খুব একটা অভিঞতা নেই কিন্তু সঠিক পরামর্শ হল যে, আপনাকে $digest loops ব্যবহার সম্পর্কে সাবধান হতে হবে। 50 loops or 100 loops এর বেশি পুনরাবৃত্তি আপনার application কে অচল করে দিতে পারে।
$digest loops এর ভিতরের watch number গুলো এবং তাড়াতাড়ি সেগুলো কাজ করতে পারে, এগুলো application এর যোগ্যতার প্রভাব ফেলে দেয়। আপনি number of watches কমাতে পারেন অথবা দ্রুত গতি সুম্পর্ন করতে পারেন। আপনি মনিটর মেমরি ব্যবহার করতে পারেন। মেমরির ব্যবহার কমিয়ে দিলে আপনার application দ্রুতগতি সম্পুর্ন হতে পারে।
ng-repeat directive টি খুব ক্ষমতা সম্পুর্ন। যদি আপনি 100s ধরনের কাজ করার জন্য ng-repeat ব্যবহার করেন তবে এটি আপনার application কে অচল করে দিতে পারে। তাই আপনার collections টি সীমিত করুন অথবা আপনার উদ্দেশ্য সফল করার জন্য custom directives দিয়ে লিখুন। অন্যথায় এমন ভাবে কাজটি করুন যাতে আপনাকে খুব বেশি চাপ প্রয়োগ না করে, যা আপনাকেই ভাবতে হবে

Permanent link to this article: http://bangla.sitestree.com/angularjs-%e0%a6%8f%e0%a6%b0-performance-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf/