AngularJS টিউটোরিয়াল (AngularJS Tutorial in Bangla)

মৃত্যুঞ্জয় বিশ্বাস

 
AngularJS, HTML কে নতুন এট্রিবিউট দ্বারা বৃস্তৃত করে।

AngularJS, SPA (Single Page Applications) এর জন্য উত্তম ।

AngularJS শেখা সহজ ।

 

এই টিউটোরিয়ালটিতে যা রয়েছে

এই টিউটোরিয়ালটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি অতি দ্রুত ও দক্ষতার সাথে AngularJS শিখতে পারেন ।

প্রথমে আপনি AngularJS এর সকল মূল বিষয়গুলো শিখবেন, যেমনঃ directives, expressions, templates, এবং data binding।

এবং এরপর AngularJS সম্পর্কে যা জানা দরকার, তার সবই শিখবেন, যেমনঃ

Controllers, Modules, Events, DOM, Forms, Input, Validation, Http এবং আরও অনেক কিছু।

 

প্রতিটি অধ্যায়ে উদাহরণগুলো নিজে নিজে চেষ্টা করুন

প্রতিটি উদাহরণ নিজে নিজে চেষ্টা করে দেখুন:

যেমন -


<!DOCTYPE html>
<html lang="en-US">
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/angularjs/1.4.8/angular.min.js">
</script>
<body>

<div ng-app="">
  <p>Name : <input type="text" ng-model="name"></p>
  <h1>Hello {{name}}</h1>
</div>

</body>
</html>

ফলাফল : AngularJS উদাহরণ

 

আপনার কি কি জানা থাকতে হবে

AngularJS শিখার আগে আপনার যেগুলো সম্পর্কে ধারনা থাকতে হবেঃ

  • HTML
  • CSS
  • JavaScript

 

AngularJS এর ইতিহাস

AngularJS বেশ নতুন। ভার্সন ১.০ রিলিজ হয়েছে ২০১২ সালে ।

Miško Hevery, google এর একজন কর্মকর্তা ২০০৯ সালে AngularJS নিয়ে কাজ শুরু করেন। Idea টা খুবই কার্যকর হয়, এবং এখন এই project টি officially Google development team দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/angularjs-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2/