সি প্রোগ্রামিঙে প্রিপ্রসেসর

সি প্রোগ্রামিঙে প্রিপ্রসেসরঃ
রিদওয়ান বিন শামীম

সি প্রোগ্রামিঙে প্রিপ্রসেসর কম্পাইলারের অংশ নয় কিন্তু কিন্তু কম্পাইলেসন প্রক্রিয়ার একটি পৃথক অংশ। সহজ কথায় বলতে গেলে, সি প্রিপ্রসেসর একটি টেক্সট সাবস্টিটিউশন অনুষঙ্গ এবং কম্পাইলারকে মূল কম্পাইলেসনের আগে প্রয়োজনীয় প্রিপ্রসেসিং সম্পন্ন করার নির্দেশ দিয়ে থাকে। আমরা এ প্রবন্ধে সি প্রিপ্রসেসরকে সিপিপি বলব।
সমস্ত প্রিপ্রসেসর কমান্ড একটি পাউন্ড প্রতীক (#) দ্বারা শুরু হয়। এটি প্রথম অশূন্য মাত্রা, এবং পঠনযোগ্যতার জন্য এটি প্রথম কলামে শুরু করা হয়। কিছু গুরুত্বপূর্ণ প্রিপ্রসেসিং ডিরেক্টিভ নিচের তালিকায় দেয়া হল।
Directive Description
#define প্রিপ্রসেসর ম্যাক্রো অন্তর্ভুক্ত/অদলবদল করে।
#include অন্য ফাইল থেকে নির্দিষ্ট হিডার(header) অন্তর্ভুক্ত করে।
#undef প্রিপ্রসেসরের ম্যাক্রোকে আনডেফাইন করে।
#ifdef ম্যাক্রো ডিফাইনড হলে সত্য নির্দেশ করে।
#ifndef ম্যাক্রো আনডিফাইনড হলে সত্য নির্দেশ করে।
#if কম্পাইলেসনের সময় ঠিক হলে টা টেস্ট করে।
#else #if এর অলটারনেটিভ।
#elif #else এবং #if যদি এক বিবৃতিতে থাকে।
#endif শর্ত সাপেক্ষে প্রিপ্রসেসরের সমাপ্তি করে।
#error Stderr এ এরর ম্যাসেজ নির্দেশ করে।
#pragma বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে কম্পাইলারে বিশেষ কমান্ড নির্দেশ করে।

বিভিন্ন ডিরেক্টিভ বুঝার জন্য নিচের উদাহরণ দেয়া হল,
#define MAX_ARRAY_LENGTH 20
এই ডিরেক্টিভ MAX_ARRAY_LENGTH কে 20 দিয়ে পালটানোর জন্য সিপিপিকে নির্দেশ দেয় এবং #define ব্যবহার করে ধ্রুবকের পঠনযোগ্যতা বাড়াতে।
#include <stdio.h>
#include "myheader.h"
এই ডিরেক্টিভ সিস্টেম লাইব্রেরি থেকে stdio.h নেয়ার জন্য সিপিপিকে নির্দেশ দেয়, এবং বর্তমান সোর্স ফাইলে টেক্সট যোগ করে। পরবর্তী লাইন সিপিপিকে লোকাল ডিরেক্টরি থেকে myheader.h নিতে ও বর্তমান সোর্স ফাইলে কন্টেন্ট যোগ করতে নির্দেশ দেয়।
#undef FILE_SIZE
#define FILE_SIZE 42
এটি সিপিপিকে FILE_SIZE কে 42 হিসেবে প্রদর্শন করতে নির্দেশ করে।
#ifndef MESSAGE
#define MESSAGE "You wish!"
#endif
এটি সিপিপিকে কোন ম্যাসেজ যদি ডিফাইন না করা হয়ে থাকে তাকে ডিফাইন করতে নির্দেশ দেয়।
#ifdef DEBUG
/* Your debugging statements here */
#endif
এটি সিপিপিকে কোন বিবৃতি সম্পন্ন করতে বলে যদি DEBUG ডিফাইন করা থাকে। কম্পাইলেসনের সময় -DDEBUG flag সম্পন্ন থাকলে এটি দরকার হয়, জিসিসি কম্পাইলারের ক্ষেত্রে। এটি DEBUGকে ডিফাইন করবে তাই কম্পাইলেসনের সময় debugging on বা off করা যাবে।
ANSI C কয়েক রকম ম্যাক্রো ডিফাইন করে। প্রোগ্রামিঙে এর সবগুলোই ব্যবহার করা যাবে কিন্তু পূর্বনির্ধারিত ম্যাক্রোগুলো সরসরি পরিবর্তন করা যায় না।
Macro Description
__DATE__ character literalএ বর্তমান তারিখ "MMM DD YYYY" ফরমেটে
__TIME__ character literal এ বর্তমান সময়"HH:MM:SS" ফরমেটে
__FILE__ string literalএ বর্তমান ফাইল নেম।
__LINE__ দশমিক ধ্রুবকে বর্তমান লাইন নাম্বার।
__STDC__ কম্পাইলার ANSI standardএ কম্পাইল করলে 1 দ্বারা নির্ণীত।

নিচের উদাহরণগুলো দেখা যাক;
#include <stdio.h>

main()
{
printf("File :%s\n", __FILE__ );
printf("Date :%s\n", __DATE__ );
printf("Time :%s\n", __TIME__ );
printf("Line :%d\n", __LINE__ );
printf("ANSI :%d\n", __STDC__ );

}
test.c ফাইলে কোডগুলো সম্পন্ন হলে যে ফলাফল হবেঃ
File :test.c
Date :Jun 2 2012
Time :03:36:24
Line :8
ANSI :1

প্রিপ্রসেসরের অপারেটরঃ ম্যাক্রো তৈরি করতে সি প্রিপ্রসেসর যে অপারেটর সুবিধা দেয় টা হল, ম্যাক্রো চালু রাখাঃ ম্যাক্রো সাধারণত এক লাইনে হয়, এক লাইনের অনেক লম্বা কোন ম্যাক্রো চালু রাখতে এই অপারেটর ব্যবহার করা হয়। যেমন,
#define message_for(a, b) \
printf(#a " and " #b ": We love you!\n")
স্ট্রিংজাইজঃ ('#') দ্বারা প্রকাশ করা হয়। ম্যাক্রো ডেফিনেশনের মধ্যে ম্যাক্রো প্যারামিটারকে স্ট্রিং ধ্রুবকে পরিনত করে। নির্দিষ্ট প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্টের ক্ষেত্রেই কেবল এই অপারেটর ব্যবহার করা হয়।
#include <stdio.h>

#define message_for(a, b) \
printf(#a " and " #b ": We love you!\n")

int main(void)
{
message_for(Carole, Debra);
return 0;
}
কোড ঠিকভাবে লেখা হলে তা এই ফলাফল দেখাবে,
Carole and Debra: We love you!
টোকেন পেস্টিং অপারেটরঃ একে (##) দ্বারা প্রকাশ করা হয়, ম্যাক্রো ডেফিনেশনের দুটি তকেঙ্কে একীভূত করতে ব্যবহার করা হয়,
#include <stdio.h>

#define tokenpaster(n) printf ("token" #n " = %d", token##n)

int main(void)
{
int token34 = 40;

tokenpaster(34);
return 0;
}
কোড ঠিকভাবে লেখা হলে তা এই ফলাফল দেখাবে
token34 = 40
এটি কীভাবে দেখানো হল যেখানে
printf ("token34 = %d", token34);
token##n কে token34 এ রূপান্তরের ক্ষেত্রে stringize এবং token-pasting দুটিই ব্যবহৃত হয়েছে।
ডিফাইনড অপারেটরঃ কোন আইডেন্টিফায়ার #define ব্যবহার করে ধ্রুবক প্রকাশ করলে এটি ব্যবহার হয়, আইডেন্টিফায়ার ডিফাইনড হলে ভ্যলু ট্রু অর্থাৎ নন-জিরো আর আন ডিফাইনড হলে ফলস বা জিরো।
#include <stdio.h>

#if !defined (MESSAGE)
#define MESSAGE "You wish!"
#endif

int main(void)
{
printf("Here is the message: %s\n", MESSAGE);
return 0;
}
কোড ঠিকভাবে লেখা হলে তা এই ফলাফল দেখাবে
Here is the message: You wish!

প্যারামিটারাইজড ম্যাক্রোঃ সিপিপির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এইটি প্যারামিটারাইজড ম্যাক্রো ব্যবহার করে কাজকে এগিয়ে নেয়।
int square(int x) {
return x * x;
}
ম্যাক্রো ব্যবহার করে পুনরায় লিখতে পারি,
#define square(x) ((x) * (x))
আর্গুমেন্ট সহ ম্যাক্রোকে #define directive দ্বারা লিখতে হয়, আর্গুমেন্ট লিস্ট নির্দিষ্ট এবং ম্যাক্রোর নাম মেনে চলতে হয়, macro name ও open parenthesis এর মধ্যে কোন ফাঁকা জায়গা রাখা যাবে না।
#include <stdio.h>

#define MAX(x,y) ((x) > (y) ? (x) : (y))

int main(void)
{
printf("Max between 20 and 10 is %d\n", MAX(10, 20));
return 0;
}
কোড ঠিকভাবে লেখা হলে তা এই ফলাফল দেখাবে
Max between 20 and 10 is 20

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%99%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8/

Leave a Reply