সি প্রোগ্রামিঙে এরর হ্যান্ডেলিং . Error Handling in C Programming

সি প্রোগ্রামিঙে এরর হ্যান্ডেলিং
রিদওয়ান বিন শামীম

যেহেতু সি প্রোগ্রামিঙে সরাসরি ভুল সংশোধনের সুযোগ নেই কিন্তু সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে কিছু নিম্ন মানের পরিবর্তনের সুযোগ দিয়ে থাকে। বেশিরভাগ সি এমনকি ইউনিক্স ফাংশনও -1 বা NULL রিটার্ন দেখায়, এবং errno নামক এরর কোড প্রদর্শন করে যা একটি গ্লোবাল কোড, যা নির্দেশ করে ভুলটি কোন ফাংশন কলের সময় হয়েছিল। হিডার ফাইলে বিভিন্ন এরর কোড পাওয়া যায়। তাই সি প্রোগ্রামিং রিটার্ন ভ্যলু চেক করে ও সেই মোতাবেক ব্যবস্থা নেয়। প্রোগ্রাম শুরুর সময় errno কে ০ নির্ধারণ করে নেয়া ভাল, এর মানে হচ্ছে প্রোগ্রামে কোন ভুল নেই।
errno, perror()এবং strerror()
perror() এবং strerror(),errnoএর অধীনে টেক্সট মেসেজ প্রদর্শনে ব্যবহার করা হয়। perror() ফাংশন এর কাছে সরবরাহকৃত string প্রদর্শন করে কোলন, স্পেসের
মাধ্যমে, তারপর লিখিত বার্তা আকারে errno value প্রদর্শন করে। strerror()ফাংশন লিখিত বার্তার একটি পয়েন্টার ফেরত দেয়, বর্তমান errno value সহ। একটি এরর কন্ডিশন তৈরি করে এমন একটি ফাইল খোলার চেষ্টা করা যাক যার অস্তিত্বই নেই। এখানে যদিও দুটি ফাংশন ব্যবহার করা হবে, একটি বা বেশি ফাংশনও ব্যবহার করা যায়। আরেকটি ব্যপার হল, stderr file stream ব্যবহার করা ভাল এররের আউটপুট পাওয়ার জন্য।
#include <stdio.h>
#include <errno.h>
#include <string.h>

extern int errno ;

int main ()
{
FILE * pf;
int errnum;
pf = fopen ("unexist.txt", "rb");
if (pf == NULL)
{
errnum = errno;
fprintf(stderr, "Value of errno: %d\n", errno);
perror("Error printed by perror");
fprintf(stderr, "Error opening file: %s\n", strerror( errnum ));
}
else
{
fclose (pf);
}
return 0;
}
উপরোক্ত কোড লেখার পর যে ফলাফল আসবে তা হল,
Value of errno: 2
Error printed by perror: No such file or directory
Error opening file: No such file or directory

শূন্য এরর দিয়ে ডিভাইড করাঃ অনেক ডেভলপার এটি করেন না, যার ফলে রানটাইম এরর হয়ে প্রোগ্রামটি অচল হয়ে যায়। শূন্য এরর দিয়ে ডিভাইড করতে নিচের কোড লিখতে হবে,
#include <stdio.h>
#include <stdlib.h>

main()
{
int dividend = 20;
int divisor = 0;
int quotient;

if( divisor == 0){
fprintf(stderr, "Division by zero! Exiting...\n");
exit(-1);
}
quotient = dividend / divisor;
fprintf(stderr, "Value of quotient : %d\n", quotient );

exit(0);
}
ঠিকভাবে লিখলে যা ফলাফল হবে তা হল,
Division by zero! Exiting...
প্রোগ্রামের Exit Status ঃ প্রোগ্রামিঙে কোন সফল কোডিঙের পরে EXIT_SUCCESS কোড পাওয়া যায় যা মূলত একটি ম্যাক্রো, এর মান ০, কোন প্রোগ্রামে এরর কন্ডিশন থাকলে এবং সেভাবেই বের হয়ে আসার চেষ্টা করলে এই কোডটি দেখাবে, EXIT_FAILURE। যেটিকে -1 দ্বারা প্রকাশ করা হয়, তাই এক্ষেত্রে এই কোড লেখা হয়,
#include <stdio.h>
#include <stdlib.h>

main()
{
int dividend = 20;
int divisor = 5;
int quotient;

if( divisor == 0){
fprintf(stderr, "Division by zero! Exiting...\n");
exit(EXIT_FAILURE);
}
quotient = dividend / divisor;
fprintf(stderr, "Value of quotient : %d\n", quotient );

exit(EXIT_SUCCESS);
}
ঠিকভাবে লিখা হলে যে ফলাফল আসবে তা হল,
Value of quotient : 4

এরচেয়ে কম ওয়ার্ডে হল না। বোনাস (1.20 => 350 words article) আশা করছি।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%99%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

Leave a Reply