সি প্রোগ্রামিং : চলক আর্গুমেন্ট । C – Variable Arguments

সি প্রোগ্রামিং : চলক আর্গুমেন্ট।

রিদওয়ান বিন শামীম

অনেক সময় প্রোগ্রামিঙে এমন পরিস্থিতি আসে যখন অনুমিত প্যারামিটারের সংখ্যার স্থলে আর্গুমেন্টের চলক নাম্বার নেবে এমন ফাংশন খুঁজতে হয়। সি প্রোগ্রামিং এজাতীয় ক্ষেত্রের জন্য একটি ব্যবস্থা রেখেছে যাতে করে আমরা এমন একটি ফাংশন ব্যবহার করতে পারি যা আমাদের চাহিদামত প্যারামিটারের চলক নাম্বার গ্রহন করে থাকে। নিচের উদাহরণ তেমন একটি ফাংশনঃ

int func(int, ... )
{
.
.
.
}

int main()
{
func(1, 2, 3);
func(1, 2, 3, 4);
}

এখানে func() এক্লিপ্সের মত তিন ডটের(...) শেষ আর্গুমেন্ট নির্দেশ করে, এক্লিপ্সের সামনেরটি int যা গৃহীত আর্গুমেন্টের মোট চলক নাম্বার প্রকাশ করে। এটিকে ঠিকভাবে কাজ করানোর জন্য stdarg.h হিডার ফাইল ব্যবহার করতে হয় যা চলক আর্গুমেন্টের ফাংশন ও ম্যাক্রো সঠিকভাবে প্রয়োগের জন্য দরকার হয়। এক্ষেত্রে নিচের ধারাগুলো মেনে চলা হয়।

# শেষ প্যারামিটার এক্লিপ্স ধরে ফাংশন ঠিক করা হয়, এক্লিপ্সের আগের ফাংশন int যা আর্গুমেন্টের সংখ্যা প্রকাশ করে।
# ফাংশন ডেফিনেশনে va_list টাইপের চলক রাখতে হয়, যা stdarg.h হিডার ফাইলে বিবৃত হয়।
# int প্যারামিটার ও va_start ম্যাক্রো ব্যবহার করতে হয় আর্গুমেন্ট লিস্টে va_list চলক চালু করতে। va_start ম্যাক্রো stdarg.h হিডার ফাইলে বিবৃত হয়।
# আর্গুমেন্ট লিস্টে কাজ করতে va_arg ম্যাক্রো ও va_list চলক ব্যবহার করা হয়।
# va_list চলকের বিবৃত মেমোরি পরিষ্কার করতে va_end ম্যাক্রো ব্যবহার করা হয়।
উপরের পদ্ধতি ব্যবহার করে প্যারামিটারের চলক নাম্বার একটি ফাংশনে আমরা লিখতে পারি,

#include <stdio.h>
#include <stdarg.h>

double average(int num,...)
{

va_list valist;
double sum = 0.0;
int i;

/* initialize valist for num number of arguments */
va_start(valist, num);

/* access all the arguments assigned to valist */
for (i = 0; i < num; i++)
{
sum += va_arg(valist, int);
}
/* clean memory reserved for valist */
va_end(valist);

return sum/num;
}

int main()
{
printf("Average of 2, 3, 4, 5 = %f\n", average(4, 2,3,4,5));
printf("Average of 5, 10, 15 = %f\n", average(3, 5,10,15));
}

উপরের কোড সঠিকভাবে লিখলে যে ফলাফল হয় তা নিচে দেয়া হল, বলে নেয়া ভাল, দুবার average() ফাংশন ব্যবহার করা হয়েছে প্রথমবার প্রথম আর্গুমেন্ট চলক আর্গুমেন্টের সংখ্যা প্রকাশ করেছে, আর্গুমেন্টের চলক সংখ্যা ছাড়ে কেবল এক্লিপ্স ব্যবহার করা হয়।
Average of 2, 3, 4, 5 = 3.500000
Average of 5, 10, 15 = 10.000000

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%83-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97/

Leave a Reply