সি এস এস ফন্ট (CSS Font)

এইচটিএমএল এলিমেন্টের ভিতরের টেক্সটের আকার, ফন্ট, গাঢ়তা ইত্যাদি পরিবর্তন এবং সাজাতে সিএসএস ফন্ট গুরত্বপূর্ল। এজন্য বেশ কিছু সিএসএস প্রোপার্টিজ আছে যেগুলির বহুল ব্যবহার প্রচলিত। নিচের সেগুলির উদাহরনসহ আলোচনা করা হলঃ

Serif এবং Sans-Serif ফন্ট এর মধ্যে পার্থক্য

Serif এবং Sans-Serif ফন্ট এর মধ্যে পার্থক্য

ফন্ট পরিবার (Font Family)

font-family প্রোপার্টিজ দিয়ে এলিমেন্টের ফন্ট কি হবে সেটা ঠিক করা যায়। একসাথে একাধিক ফন্ট কমা (,) দিয়ে দেয়া যায়। এক্ষেত্রে ব্রাউজার আগে প্রথমটি খুজবে যদি সিস্টেমে না পায় (অর্থ্যাৎ আপনার পিসিতে ফন্টটি ইনস্টল না থাকে) তখন পরেরটি দেখবে এভাবে..। যদি একটি না পায় তখন প্রথম ফন্টটি যে পরিবারের সদস্য সেই পরিবারের একটা ফন্ট প্রয়োগ করবে।

font-family: Verdana, SolaimanLipi;

font-size দিয়ে ঠিক করা যায় এলিমেন্টের ভিতরের টেক্সট এর সাইজ বা আকার কত বড় হবে। px বা em ইউনিট দিয়ে যেকোন মান দিতে পারেন যেমনঃ
font-size:18px;
বা,
font-size: 2em;

(কত em এ কত পিক্সেল এগুলি গুগলে সার্চ দিলে হাজারটা সমাধান পাবেন)

font-weight দিয়ে ফন্টটি দেখতে কত গাঢ় হবে সেটা ঠিক করা যায়। এর মান হতে পারে "normal", "bold", "bolder", "lighter", "inherit" এবং 100, 200, 300 ...900। বেশিরভাগ সময়ে লেখা একটু বোল্ড করতে bold মানটি ব্যবহৃত হয়। মানগুলি দেখেই বোঝা যায় কোনটা দিলে টেক্সট দেখতে কেমন হবে।

font-weight: bold;

font-style সাধারনত ইটালিক করার জন্য ব্যবহৃত হয় তবে এর আরো ৩টি মান দেয়া যায়ঃ

  1. font-style:italic;
  2. font-style : oblique;
  3. font-style : normal;
  4. font-style: inherit;

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%ab%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-css-font/