সি এস এস প্যাডিং (CSS Padding)

CSS Padding হচ্ছে element border এবং element content এর মধ্যে ফাকা স্থান।

প্যাডিং

Padding হচ্ছে content (border এর ভিতরে থাকে) এর চারপাশে একটি ফাকা স্থান। Padding কার্যকর হয় element এর
background color দিয়ে।

top, right, bottom এবং left padding পরিবর্তন করা যায় আলাদা properties ব্যাবহার করে । একটি shorthand padding (সংক্ষিপ্ত প্যাডিং) প্রোপার্টি ব্যাবহার করে এক সাথে সব ধরনের padding এর property পরিবর্তন করা যায়।

সম্ভাব্য মান

মান বর্ণনা
length এটি fixed padding নির্দেশ করে (in pixels, pt, em, etc.)
% এটি দ্বারা containing element এর padding % এ প্রকাশ করে

 

প্যাডিং - স্বতন্ত্র দিক

CSS এর ক্ষেত্রে , ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন Padding নির্দিষ্ট করা সম্ভব

উদাহরণ


p {
    padding-top: 25px;
    padding-right: 50px;
    padding-bottom: 25px;
    padding-left: 50px;
}

 

Padding - Shorthand property (শর্টকাট পদ্ধতি)

code ছোট রাখতে, সকল padding properties কে একটি প্রোপার্টি দ্বারা নির্দিষ্ট করা সম্ভব। একেই বলে Shorthand property (শর্টকাট পদ্ধতি)।
সকল প্যাডিং প্রোপার্টি এর শর্টকাট প্রোপার্টি হচ্ছে "padding:"

উদাহরণ


p {
    padding: 25px 50px;
}

 

padding property এর একটি হতে চারটি মান থাকতে পারে।

  • padding: 25px 50px 75px 100px;
    • top padding is 25px
    • right padding is 50px
    • bottom padding is 75px
    • left padding is 100px
  • padding: 25px 50px 75px;
    • top padding is 25px
    • right and left paddings are 50px
    • bottom padding is 75px
  • padding: 25px 50px;
    • top and bottom paddings are 25px
    • right and left paddings are 50px
  • padding: 25px;
    • all four paddings are 25px

 

সকল সিএসএস প্যাডিং প্রোপার্টি

প্রোপার্টি বর্ণনা
padding সকল প্যার্ডি প্রোপার্টি এর জন্য শর্টকাট প্রোপার্টি
padding-bottom এলিমেন্ট এর নিচের দিকের প্রার্ডিং নির্দিষ্ট করা
padding-left এলিমেন্ট এর বাম পাশের প্রার্ডিং নির্দিষ্ট করা
padding-right এলিমেন্ট এর ডান পাশের প্রার্ডিং নির্দিষ্ট করা
padding-top এলিমেন্ট এর উপরের দিকের প্রার্ডিং নির্দিষ্ট করা

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%82-css-padding/