যেভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং

যেভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং
শুরুতেই বলে রাখি আপনার নিজস্ব একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন লাগবে। অনেকেই মনে করেন মোবাইল দিয়ে কাজ করে দেখি! কিছু আয় হলে তারপর কম্পিউটার কিনব।এটি সম্পুর্ণ ভুল ধারণা। কারন মোবাইল দিয়ে গুটি কয়েক কাজ করা গেলেও সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়।
আমার মতে নতুনদের তিনটি ধাপে কাজ করা উচিৎ।

।) যারা একেবারেই নতুন তারা ছোট ছোট কাজ করে আয় করা শুরু করতে পারেন। মাইক্রোওয়ার্কার্স, মিনিজবস এই দুটি সাইট ছোট ছোট কাজের জন্য পে করে থাকে। কাজ করার সাথে সাথে কোন নির্দিষ্ট একটি বিষয় ( যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এসইও) শিখতে থাকুন।

।।) মাইক্রো জবে পারদর্শী হয়ে উঠলে বিভিন্ন গিগ সাইটে গিগ সাবমিট করুন। গিগ সাইটের বৈশিষ্ট হলো আপনি যে বিষয়ে দক্ষ সে সার্ভিস দিতে আপনি কত চার্জ নিবেন তা নিয়ে গিগ পোষ্ট করবেন। বায়ার তার চাহিদা অনুযায়ী আপনার গিগে অর্ডার করবে। ফিভার.কম , ফোরার.কম হলো এমন দুটি বিশ্বাস যোগ্য সাইট। গিগসাইটে কাজ করার পাশাপাশি কোনো একটি বিষয়ে চর্চা করতে থাকুন।

।।।) সবশেষে যখন আত্মবিশ্বাস পাবেন যে আপনার চর্চা করা বিষয় টির উপর আপনার পূর্ণ দক্ষতা আছে তখন ওডেস্কে একাউন্ট খুলে ওই বিষয় রিলেটেড যব গুলিতে বিড করতে থাকুন।

এই তিনটা স্টেপ ফলো করলে আশা করি সফল হবেন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d/