পি এইচ পি ৫ সিন্ট্যাক্স (PHP 5 Syntax)

পিএইচপি হলো একটি প্রোগ্রামিং ল্যাগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বহুল ব্যবহৃত।

পিএইচপি কোড এর প্রতিটি অংশ < ?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুনঃ


< ?php
 // PHP code goes here
 ?>

 

 

পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।

এবার তাহলে ছোট একটা কোড লেখা যাক।


<!DOCTYPE html>
 <html>
 <body>
 
 <h1>My first PHP page</h1>
 
 <?php
 echo "Hello World!";
 ?>
 
 </body>
 </html>

 
উপরে লক্ষ্য করুন echo নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে php তে কোনো লেখা প্রদর্শন করানো হয়। তারপর লক্ষ্য করুন ";" সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা দিয়ে পিএইচপি-তে কোনো লাইন শেষ বুঝনো হয়। অর্থাৎ কোনো লাইনের শেষে ; দিয়ে সেই লাইনের এক্সিকিউশন বন্ধ করা হয়। উদাহরণঃ " Hello World!"

PHP তে কমেন্ট

কোনো প্রোগ্রামিং লান্গুয়েজে যখন কমেন্ট বা মন্তব্য যোগ করা হয় তখন তা এক্সিকিউশন হয় না। কমেন্ট সাধারনত সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয়। যাতে একটা কোড লেখা দেখে সহজে বুঝা যায় যে কোডটি কেন লেখা হয়েছে। পিএইচপি-তে সাধারনত তিন ধরনের কমেন্ট ব্যবহার করা হয়।

উদাহরণঃ


<!DOCTYPE html>
 <html>
 <body>
 
 <?php
 // This is a single-line comment
 
 # This is also a single-line comment
 
 /*
 This is a multiple-lines comment block
 that spans over multiple
 lines
 */
 
 // You can also use comments to leave out parts of a code line
 $x = 5 /* + 15 */ + 5;
 echo $x;
 ?>
 
 </body>
 </html>

 

single line comment - // এই চিহ্ন দ্বারা।
এখানে // এই চিহ্ন এর পরের This is single line comment এই লেখাটি ব্রাউজার প্রদর্শন করবে না। কারণ এইটা কমেন্ট এর মধ্যে লেখা

multi-line comment - /* */
এখানে # এর পরের লেখাগুলোও ব্রাউজার দেখাবে না। কারণ এটাও একটা কমেন্ট। এটাকে বলা হয় ইউনিক্সের শেল স্টাইল মন্তব্য। এই স্টাইলটা বেশি ব্যবহৃত হয় কোনো পিএইচপি কনফিগারেশন বা মান সম্পর্কিত মন্তব্য যোগ করতে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-php-5-syntax/