পিএইচপি ৫ ভূমিকা (PHP 5 Introduction)

আক্তারুজ্জামান
Department of CSE, University of Chittagong.

 

পিএইচপি কি?

  • পিএইচপি হল “PHP: Hypertext Preprocessor” এর সংক্ষিপ্ত রূপ।
  • এটি বহুল ব্যবহৃত open source ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহার করা হয়।
  • সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্ট রান হয় সার্ভারে।
  • পিএইচপি ফ্রিতে ডাউনলোড এবং ব্যাবহার করা যায়।

 

পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার

পিএইচপি ভালভাবে বুঝতে হলে HTML, CSS এবং JavaScript সম্পর্কে বেসিক ধারনা থাকা জরুরী।

পিএইচপি ফাইল কি?

  • একটি পিএইচপি ফাইলে text, html, css, JavaScript এবং PHP কোড থাকতে পারে।
  • পিএইচপি ফাইল রান হয় সার্ভারে এবং রেজাল্ট এইচটিএমএল কোড হিসেবে ব্রাউজারে রিটার্ন হয় ।
  • পিএইচপি ফাইলের এক্সটেনশন হল .php ।

 

পিএইচপি দিয়ে কি কি করা যায়?

ওয়েব পেজে ডাইনামিক কনটেন্ট সৃষ্টি করার জন্য পিএইচপি ব্যাবহার করা হয়।

  • সার্ভারে কোন ফাইল তৈরি, ওপেন, রিড, রাইট, ডিলিট এবং ক্লোজ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
  • পিএইচপি এইচটিএমএল ফরমের ডাটা সংগ্রহ করতে পারে।
  • cookies সেন্ড এবং রিসিভ করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
  • ডাটাবেজের কাজ, যেমনঃ ডাটাবেজে ডাটা এড, ডিলিট এবং পরিবর্তন করতে পিএইচপি ব্যাবহার করা হয়।
  • ইউজার এর এক্সেস নিয়ন্ত্রণ করতে পিএইচপি ব্যাবহার করা যেতে পারে।
  • ডাটা এনক্রিপ্ট করার কাজেও পিএইচপি ব্যাবহার হয়।
  • পিএইচপি দিয়ে এইচটিএমএল কোড প্রদর্শন করার পাশাপাশি ইমেজ, PDF এমনকি flush মুভিও প্রদর্শন করা যায়।

 

পিএইচপি কেন শিখব?

  • প্রায় সব প্লাটফর্ম (Windows, Linux, Unix, Mac OS X, etc) পিএইচপি সাপোর্ট করে।
  • সব সার্ভারে পিএইচপি ব্যাবহার উপযোগী।
  • পিএইচপি বিস্তৃত ডাটাবেজ সাপোর্ট করে।
  • পিএইচপি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স।
  • পিএইচপি শেখা সহজ।
  • ওয়েবে সবচাইতে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস (WordPress) পিএইচপি দিয়ে বানানো।
  • সবচাইতে জনপ্রিয় সামাজিক মিডিয়া সাইট ফেসবুকে পিএইচপি ব্যাবহার করা হয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-php-5-introduction/